Election Commission: ভোটার তালিকায় গলদ! এবার ERO-দের বিরুদ্ধে FIR-এর সুপারিশ নির্বাচন কমিশনের
Election Commission: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তোলার পর নড়েচড়ে বসে কমিশন। পরে ইআরও-দের তলব করার পর জানা যায়, নিজেদের যে আইডি রয়েছে, সেটা শেয়ার করে দিতেন ডেটা এন্ট্রি অপারেটরদের। আর সেই আইডি দিয়েই নাম নথিভুক্ত হয়ে যেত।

কলকাতা: ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে বড়সড় গলদ ধরা পড়েছিল। যে চার অফিসারের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করে করে নির্বাচন কমিশন। এরপরই তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হল। রাজ্যের চারটি জায়গার ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও-র বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তাঁদের বিরুদ্ধে এফআইআর করার সুপারিশ করেছে কমিশন। আজ, মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিবকে সেই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে কমিশনের তরফে।
মঙ্গলবার ময়নার ইআরও বিপ্লব সরকার, বারুইপুর পূর্বের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, বারুইপুর পূর্বের এইআরও তথাগত মণ্ডল ও ময়নার এইআরও সুদীপ্ত দাসের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সুরজিৎ হালদার নামে ডাটা এন্টি অপারেটরের বিরুদ্ধেও এফআইআরের সুপারিশ হয়েছে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তোলার পর নড়েচড়ে বসে কমিশন। পরে ইআরও-দের তলব করার পর জানা যায়, নিজেদের যে আইডি রয়েছে, সেটা শেয়ার করে দিতেন ডেটা এন্ট্রি অপারেটরদের। আর সেই আইডি দিয়েই নাম নথিভুক্ত হয়ে যেত। নিয়ম অনুযায়ী, এসডিও বা ডব্লুবিসিএস স্তরের যে কোনও আধিকারিক এই ইআরও হিসেবে কাজ করতে পারেন। বিএলও-রা আবেদন বা নথি গ্রহণ করার পর, তা খতিয়ে দেখেন এই আধিকারিকরা। এরপর অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলেন এরা।
