Electrocution: মিটারবক্স থেকে অবৈধভাবে তার টেনেছিলেন নার্সারি মালিক, রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কর্মীর

Ranjit Dhar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 08, 2024 | 5:31 PM

Electrocution: রাজারহাটের ঝালিগাছি এলাকায় একটি নার্সারিতে কাজ করতেন শুভ। সেই নার্সারির মালিক হলেন নিমাই মণ্ডল। অভিযোগ, তিনি মিটার বক্স থেকে অবৈধ ভাবে তার টেনেছিলেন নার্সারিতে। সেই তার উন্মুক্ত অবস্থায় মাটিতে পড়ে ছিল।

Electrocution: মিটারবক্স থেকে অবৈধভাবে তার টেনেছিলেন নার্সারি মালিক, রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কর্মীর
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। রাজারহাটে একটি নার্সারির বাগানে কাজ করতেন তিনি। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শুভ সর্দার। সেখানে কাজ করার সময়েই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। জানা যাচ্ছে, নার্সারির মালিক মিটার বক্স থেকে অবৈধভাবে তার টেনেছিলেন। নার্সারির মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজারহাটের ঝালিগাছি এলাকায় একটি নার্সারিতে কাজ করতেন শুভ। সেই নার্সারির মালিক হলেন নিমাই মণ্ডল। অভিযোগ, তিনি মিটার বক্স থেকে অবৈধ ভাবে তার টেনেছিলেন নার্সারিতে। সেই তার উন্মুক্ত অবস্থায় মাটিতে পড়ে ছিল।

বাগানে কাজের সময়ে সেই তারে পা লেগে যায় শুভর। বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। মাটিতে ছিটকে পড়েন। সহকর্মীরা দেখতে পেয়ে মিটার বক্সে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে শুভকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় পরিবারে। পরিবারের সদস্যরা গিয়ে শুভকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আরও অভিযোগ, শুভকে যখন পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসতে ব্যস্ত ছিলেন, তখনই তাঁর ফোন নিয়েও চম্পট দেয় বলে অভিযোগ। পরিবারের সদস্যরা নার্সারির মালিকের বিরুদ্ধে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নিমাইকে গ্রেফতার করে পুলিশ।

Next Article