Hare School Kolkata: ২০০ বছরের পুরনো হেয়ার স্কুলের এ কী হাল! ক্লাসরুম যেন নোংরার ভ্যাট

সুমন মহাপাত্র | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 13, 2023 | 5:35 PM

Hare School Kolkata: স্কুলের যা অবস্থা তাতে শিশুদের যে কোনও সময় ম্যালেরিয়াও হয়ে যেতে পারে। পড়ুয়ারা মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন বলেও জানিয়েছেন এক অভিভাবক।

Hare School Kolkata: ২০০ বছরের পুরনো হেয়ার স্কুলের এ কী হাল! ক্লাসরুম যেন নোংরার ভ্যাট
হেয়ার স্কুল
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ২০৪ বছরেরও বেশি পুরনো হেয়ার স্কুল আজও অনেক ঐতিহ্য বহন করে চলেছে। শহর কলকাতার অন্যতম পুরনো এই স্কুল অনেক ইতিহাসের সাক্ষী। যে স্কুল কলকাতার গর্ব বলে গণ্য হয়, সেই স্কুলের অবস্থা দেখে শিউরে উঠছেন অভিভাবকেরা। এত নোংরা ক্লাসরুম, এত নোংরা বাথরুম কীভাবে ব্যবহার করবে পড়ুয়ারা। এমন পরিবেশে ডেঙ্গি, ম্যালেরিয়া আটকানো যাবে না, এমন আশঙ্কাই করছেন বাবা-মায়েরা।

স্কুলের ভিতরে ঢুকলেই দেখা যাবে অপরিচ্ছন্ন পরিবেশ। ক্লাসরুম তো নয়, যেন ‘ময়লা ফেলার ভ্যাট’। আর শৌচালয়ে উপচে পড়ছে জল। দীর্ঘদিন ধরে স্কুলে নেই কোনও নিরাপত্তা ও সাফাই কর্মী। নোংরা ক্লাসঘরেই চলছে পড়াশোনা। আর বাথরুম তো ব্যবহারের অযোগ্য। অভিভাবকদের দাবি, বারবার বলার পরও স্কুল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছে না। শেষ পর্যন্ত পড়ুয়াদের দিয়েই কিছুটা পরিষ্কার করানো হয়েছে বলে জানা গিয়েছে।

এক অভিভাবক জানান, স্কুলে মিটিং-এ গিয়ে তাঁরা পরিবেশ দেখে অবাক হয়ে যান। অভিযোগ জানান স্কুল কর্তৃপক্ষের কাছে। তবে কোনও সুরাহা হয়নি বলেই অভিযোগ। তিনি বলেন, স্কুলের যা অবস্থা তাতে শিশুদের যে কোনও সময় ম্যালেরিয়াও হয়ে যেতে পারে। পড়ুয়ারা মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন বলেও জানিয়েছেন এক অভিভাবক। তাঁর অভিযোগ, স্কুলে ভর্তি মশা।

এক সময় যে স্কুলের ছাত্র ছিলেন দীনবন্ধু মিত্র, জগদীশ বসুর মতো মানুষেরা, সেই স্কুলের এ কী হাল! এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি। মুখে কুলুপ এঁটেছে স্কুল কর্তৃপক্ষ।

Next Article