Sukanta Majumdar: ‘সব সিবিআই অফিসার ২০১৪ সালের পর নিয়োগ হয়নি’, হঠাৎ কোন ইঙ্গিত সুকান্তের?

Pradipto Kanti Ghosh | Edited By: সঞ্জয় পাইকার

Jan 27, 2025 | 10:02 PM

Sukanta Majumdar: তবে সুকান্ত মজুমদার বলেন, "সিবিআই তদন্ত করতে হয়েছে পাঁচদিন পর থেকে। যে তথ্যপ্রমাণ কলকাতা পুলিশ ছেড়ে রেখে গিয়েছে, তার উপর তাদের তদন্ত করতে হয়েছে। যদি প্রথম থেকে সিবিআই এই তদন্তের ভার পেত, তাহলে আমার মনে হয় এর ফল অন্যরকম হত।"

Sukanta Majumdar: সব সিবিআই অফিসার ২০১৪ সালের পর নিয়োগ হয়নি, হঠাৎ কোন ইঙ্গিত সুকান্তের?
সুকান্ত মজুমদার

Follow Us

কলকাতা: আরজি কর কাণ্ডে সিবিআইয়ের তদন্তে খুশি নন তিলোত্তমার বাবা-মা। শুধু সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট দেওয়ায়, সিবিআইয়ের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছে বিভিন্ন মহল। সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার সিবিআই নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিস্তৃত ব্যাখ্যা না করেই তাঁর বক্তব্য, সব সিবিআই অফিসার ২০১৪ সালের পর নিয়োগ হননি।

সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা নিয়ে সুকান্ত বলেন, “সিবিআই’এর কিছু ভূমিকা নিয়ে আমরাও খুব একটা খুশি নই। কয়েকটি জায়গায় কয়েকজন অফিসার…সিবিআই-এর সব অফিসার ১৪ সালে মোদীজি ক্ষমতায় আসার পর তাঁদের রিক্রুট্মেন্ট হয়েছে, এমন তো নয়। বহু সময় ধরে তাঁরা সিবিআই-তে আছেন। এর বেশি কিছু বলতে চাইছি না।”

তবে তিনি বলেন, “সিবিআই তদন্ত করতে হয়েছে পাঁচদিন পর থেকে। যে তথ্যপ্রমাণ কলকাতা পুলিশ ছেড়ে রেখে গিয়েছে, তার উপর তাদের তদন্ত করতে হয়েছে। যদি প্রথম থেকে সিবিআই এই তদন্তের ভার পেত, তাহলে আমার মনে হয় এর ফল অন্যরকম হত।”

এই খবরটিও পড়ুন

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসে মোদী সরকার। তার আগে সিবিআইয়ে নিয়োগ হওয়া অফিসারদের সুকান্ত কেন নিশানা করছেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকে বলছেন, পশ্চিমবঙ্গেও বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে, রাজ্যের শাসকদলের নেতারা বাম আমলে নিয়োগ পাওয়া অফিসারদের একাংশকে নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন তোলেন।