CBI Arrests Subiresh Bhattacharya: নিয়োগ দুর্নীতি মামলায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করল CBI

Sep 19, 2022 | 4:30 PM

SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর জালে আরও এক। জিজ্ঞাসাবাদে সুবীরেশ সন্তোষজনক উত্তর দেননি বলেই সূত্রের খবর।

CBI Arrests Subiresh Bhattacharya: নিয়োগ দুর্নীতি মামলায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করল CBI
সুবীরেশ ভট্টাচার্য (নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির মামলায় অনেকদিন ধরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। এবার সেই মামলায় সুবীরেশকে গ্রেফতার করল সিবিআই। সোমবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি একসময় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। সেই কারণেই এই দুর্নীতিতে সুবীরেশের ভূমিকা খতিয়ে দেখতে চান তদন্তকারীরা।

এই মামলায় এর আগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল সুবীরেশকে। মনে করা হচ্ছে, এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের উত্তরে সন্তুষ্ট হননি আধিকারিকরা, সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এসএসসি-র চেয়ারম্যান ছিলেন সুবীরেশ।

সুবীরেশ ভট্টাচার্য যখন চেয়ারম্যান পদে ছিলেন, তখনই সুপারিশের ক্ষেত্রে সবথেকে বেশি বেনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে চাকরি প্রার্থীদের তরফে। যদিও সুবীরেশ আগে দাবি করেছেন, তাঁর ডিজিটাল সই অন্য কোথাও ব্যবহার হয়ে থাকতে পারে। অর্থাৎ তাঁর অজ্ঞাতে তাঁর সই ব্যবহার হয়ে থাকতে পারে বলে অভিযোগ করেছেন তিনি। তবে প্রশ্ন উঠেছে, এসএসসি-র চেয়ারম্যান পদে থেকেও কেন সে কথা জানতে পারেননি তিনি? উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে যে বাগ কমিটির রিপোর্ট পেশ করা হয়েছিল, তাতেও নাম ছিল সুবীরেশ ভট্টাচার্যের।

সুবীরেশ গ্রেফতার হওয়ার পর বাম নেতা তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। তাঁর দাবি, সুবীরেশ বা শান্তিপ্রসাদ সিনহা যাঁরাই গ্রেফতার হয়েছেন, তাঁদের প্রত্যেকেই দাবি করেছেন ওপর মহলের নির্দেশেই তাঁরা এই কাজ করেছেন, তাই ওপরে কে বা কারা আছে, তা খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

প্রাক্তন উপাচার্য তথা বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, ‘সুবীরেশকে অনেক দিন ধরে চিনি। আমার মন খারাপ হওয়ার মতো ঘটনা।’ খারাপ সঙ্গে পড়ে সুবীরেশকে এমন কাজ করতে হয়েছে বলে মনে করছেন তিনি।

Next Article