কলকাতা: বাংলায় বিজেপি কোনও মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে সরকার গড়বে না। তবে বাংলার মানুষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার তৈরির সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। Tv9 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
রবিবার এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে পিকের ফাঁস হওয়া অডিয়ো টেপ, শীতলকুচির ঘটনা থেকে সিএএ ইস্যু একাধিক প্রসঙ্গে খোলাখুলি মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বিষয় শীতলকুচি:
চতুর্থ দফা ভোটের দিন শীতলকুচিতে আধাসেনার গুলিতে চারজনের মৃত্যু ঘিরে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। এই প্রসঙ্গে শাহের কটাক্ষ, “মমতা দিদি হীনমন্যতায় এসব বলছেন। শীতলকুচির এক সভায় উনিই কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ভোট করতে বলেছিলেন। শনিবার কেন্দ্রীয় বাহিনীর গুলিতে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয়েছে চারজনের। আমারও দুঃখ হয়েছে। কিন্তু ওই একই বিধানসভায় আমাদের এক কার্যকর্তা মারা গিয়েছেন। এর জন্য মমতাদিদি কোনও প্রতিক্রিয়া দেননি।”
এর পর মমতাকে (Mamata Banerjee) শাহের চাঁচাছোলা আক্রমণ, “মৃত্যুর মধ্যেও উনি ভোট ব্যাঙ্কের খোঁজে রয়েছেন। মৃত কার্যকর্তা রাজবংশী সমাজের দলিত হিন্দু ছিলেন। তাই মৃত্যুতেও যদি সংখ্যালঘু ও সংখ্যাগুরুর বাদবিচার করেন (পড়ুন মমতা) তাহলে আপনি মানষের কাছে এক্সপোজড।”
বিষয় ইস্তফা:
শনিবার শীতলকুচির ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অমিত শাহের ইস্তফার দাবি করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে অমিত শাহের প্রতিক্রিয়া, “যেদিন বাংলা তথা দেশের মানুষ আমার ইস্তফা চাইবেন, সেদিনই পদত্যাগ করব। ওনাকে তা ভাবতে হবে না।” এর পর মমতাকে বিঁধে বলেন, “কিন্তু আগামী ২ মে বাংলার মানুষ ওনাকে ইস্তফা দিতে বাধ্য করবে। কারণ বিশাল ব্যবধানে উনি (পড়ুন মমতা) হারছেন ।”
বিষয় নির্বাচন কমিশন:
মমতা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। নির্বাচনী বিধিকে কটাক্ষ করে বলেছেন মোদী কোড অফ কনডাক্ট। এ নিয়ে অমিত শাহের প্রতিক্রিয়া, ” আমার ৪০ বছরের রাজনৈতিক জীবনে দেখেছি, যে দল হারের পথে যাচ্ছে তারা এই ধরণেরই অজুহাত খাড়া করে। ইভিএম নিয়েও প্রশ্ন তোলে। কিন্তু যেখানে আমজনতা সিদ্ধান্ত নিয়ে নেয়, সেখানে এই অভিযোগের আর কোনও মানে থাকে না।”
বিষয় CAA:
বাংলায় নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভোটের ছিক আগে সেভাবে প্রচার করতে দেখা যায়নি বিজেপিকে। বাংলায় ক্ষমতায় এলে এই বিতর্কিত সংশোধনী আইন নিয়ে কী ভাবছেন? শাহের সাফ জবাব, “বাংলায় নাগরিকত্ব আইন লাগু হবেই। দলের ঘোষণাপত্রে (ইস্তাহারে) তা বলা হয়েছে। এখানকার শরণার্থীদের নাগরিকত্ব দেব আমরা।”
বিষয় প্রশান্ত কিশোরের অডিয়ো টেপ:
পিকের ফাঁস হওয়া অডিয়ো নিয়ে শাহের কটাক্ষ, আদতে নিজের মনের কথাই বলে ফেলেছেন তৃণমূলের নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট। তাঁর কথায়, উনি (পড়ুন প্রশান্ত কিশোর) একদিকে বলছেন প্রধানমন্ত্রীকে নিয়ে বাংলার মানুষের মধ্যে উন্মাদনা আছে। স্বীকার করছেন, তোষণের রাজনীতি হয়েছে। আবার একদিকে বলছেন, বাংলায় ১০০ আসন পার করতে পারবে না বিজেপি। এসবই পরস্পর বিরোধী কথা। তবে অজান্তে যে কথা উনি বলেছেন তা তাঁর মনের কথা।”
বিষয় বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী:
বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন তার এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান শাহ। তাঁর কথায়, “বাংলার গরিব শ্রমিক, কৃষক, মৎস্যজীবীদের জন্য আমরা যে কাজ করার উদ্যোগ নেব তা ঘোষণাপত্রেই পরিষ্কার করে দিয়েছি। বাংলার সংস্কৃতির উন্মেষে আমরা কাজ করব। সেই ঘোণাষাপত্রকে সামনে রেখেই সরকার চলবে।”