তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কসবা, আহত বেশ কয়েকজন

সৈকত দাস |

Apr 12, 2021 | 12:06 AM

বিজেপি (BJP)-র অভিযোগ, রবিবার সন্ধ্যায় ১০৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কার্যালয়ে হামলা চালায় তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কসবা, আহত বেশ কয়েকজন

Follow Us

কলকাতা: ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কসবা (Kasba) থানা এলাকার পশ্চিম চৌবাগা এলাকা। রবিবার রাতে তৃণমূল-বিজেপি দু’পক্ষের সংঘর্ষে রীতিমত রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন হল বিশাল পুলিশ বাহিনী।

বিজেপির অভিযোগ, রবিবার সন্ধ্যায় ১০৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কার্যালয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ, পার্টি অফিসের সামনে বসে থাকা বিজেপি কর্মীদের লক্ষ্য করে ইট, বোতল ছুঁড়ে মারা হয়। ভাঙচুর করা হয় চেয়ার-টেবিল। ঘটনায় মহিলা সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে খবর।

অন্যদিকে তৃণমূলের অভিযোগ, ওই এলাকায় থাকা বিজেপি পার্টি অফিসে বেশ কিছুদিন ধরেই দুষ্কৃতীরা আশ্রয় নিয়ে আছে। এদিন সন্ধ্যায় ওই পার্টি অফিসের ছাদ থেকে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে ছোঁড়া হয় বোতল। তাতে কয়েকজন কয়েকজন কর্মী আহত হয়েছে বলে দাবি তৃণমূলের।

এদিকে খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কসবা থানার পুলিশ। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। তবে এলাকায় চাপা উত্তেজনা আছে। তাই বিশাল পুলিশ বাহিনী মোতায়ন আছে এলাকায়।

ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো কসবা থানা এলাকার পশ্চিম চৌবাগা এলাকা। তৃণমূল-বিজেপি দু-পক্ষের সংঘর্ষে রীতিমত রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয়। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

বিজেপির অভিযোগ আজ সন্ধ্যায় 108 নম্বর ওয়ার্ড এর বিজেপি কার্য্যালয়ে তৃণমুল আশ্রিত বেশ কিছু দুষ্কৃতীরা আচমকাই হামলা চালায়। পার্টি অফিসের সামনে বসে থাকা বিজেপি কর্মীদের লক্ষ্য করে ইট, বোতল ছুঁড়ে মারা হয়। ভাঙচুর করা হয় চেয়ার টেবিল। ঘটনায় মহিলা সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়।

অন্যদিকে তৃণমূলের অভিযোগ, ওই এলাকায় থাকা বিজেপি পার্টি অফিসের ওপরে কিছুদিন ধরেই বেশ কিছু দুষ্কৃতী আশ্রয় নিয়ে আছে। আজ সন্ধ্যায় ওই পার্টি অফিসের ছাদ থেকে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোতল ছুঁড়ে মারা হয়। কয়েকজন কর্মী আহত হয়েছে বলেই দাবি তৃণমূলের।

আরও পড়ুন: হিংসা রুখতে পঞ্চম দফা ভোটের আগে নয়া সিদ্ধান্ত কমিশনের

খবর পেয়ে পরিস্থিতি সামাল ঘটনাস্থলে যায় কসবা থানার পুলিশ। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে এলাকায় চাপা উত্তেজনা আছে। তাই বিশাল পুলিশ বাহিনী মোতায়ন আছে এলাকায়।

Next Article