ISRO Chairman: চন্দ্রযান থেকে গগনযান, টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকার ইসরো চেয়ারম্যানের

সুমন মহাপাত্র | Edited By: অংশুমান গোস্বামী

Nov 29, 2023 | 9:52 PM

কলকাতায় এসে ইসরো প্রধান এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন টিভি৯ বাংলার প্রতিনিধিকে। সেখানে তিনি সাফ জানালেন ইসরোর ভবিষ্যৎ পরিকল্পনার কথা। সেই কথা বলতে গিয়েই ইসরো প্রধান জানিয়েছেন, ভবিষ্যতে মহাকাশে মানুষ পাঠাতে চায় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। মহাকাশে মানুষ পাঠিয়ে তাঁকে ফেরত আনার পরিকল্পনা করছে ইসরো।

Follow Us

কলকাতা: গ্লোবাল এনার্জি পার্লামেন্টের সভাতে যোগ দিতে কলকাতার রাজভবনে এসেছিলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। কলকাতায় এসে ইসরো প্রধান এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন টিভি৯ বাংলার প্রতিনিধিকে। সেখানে তিনি সাফ জানালেন ইসরোর ভবিষ্যৎ পরিকল্পনার কথা। সেই কথা বলতে গিয়েই ইসরো প্রধান জানিয়েছেন, ভবিষ্যতে মহাকাশে মানুষ পাঠাতে চায় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। মহাকাশে মানুষ পাঠিয়ে তাঁকে ফেরত আনার পরিকল্পনা করছে ইসরো। জানা গিয়েছে, এস সোমনাথের কাছে এই পরিকল্পনার কথা শুনেই মহাকাশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।

চাঁদের কোন এলাকায় জলের উপস্থিতি রয়েছে সে কথা জানিয়েছিল ইসরোর চন্দ্রযান-১ মিশন। চন্দ্রযান-২ মিশন ব্যর্থ হলেও এ বছর চন্দ্রযান-৩ মিশনে সাফল্য পেয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। তবে এই মিশনের উদ্দেশ্যে যে চাঁদের জলের খোঁজ করা নয়, তাও সাফ জানিয়েছেন তিনি। বরং চাঁদের আবহাওয়া, সিসমিক অ্যাক্টিভিটি-সহ চাঁদের উৎপত্তির বিষয়ে বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য জানতে চন্দ্রযান-৩ মিশন বলে জানিয়েছেন তিনি।

চন্দ্রযানের সাফল্যের পাশাপাশি গগনযান মিশনের বিষয়েও এ দিন জানিয়েছেন। যাদবপুরের নিরাপত্তা ব্যবস্থা গড়ার বিষয়টিও এ দিন জিজ্ঞাসা করা হয়েছিল ইসরো প্রধানকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে ইসরোর প্রজেক্টের কাজের আদানপ্রদান চলে বলেও জানিয়েছেন তিনি।

কলকাতা: গ্লোবাল এনার্জি পার্লামেন্টের সভাতে যোগ দিতে কলকাতার রাজভবনে এসেছিলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। কলকাতায় এসে ইসরো প্রধান এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন টিভি৯ বাংলার প্রতিনিধিকে। সেখানে তিনি সাফ জানালেন ইসরোর ভবিষ্যৎ পরিকল্পনার কথা। সেই কথা বলতে গিয়েই ইসরো প্রধান জানিয়েছেন, ভবিষ্যতে মহাকাশে মানুষ পাঠাতে চায় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। মহাকাশে মানুষ পাঠিয়ে তাঁকে ফেরত আনার পরিকল্পনা করছে ইসরো। জানা গিয়েছে, এস সোমনাথের কাছে এই পরিকল্পনার কথা শুনেই মহাকাশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।

চাঁদের কোন এলাকায় জলের উপস্থিতি রয়েছে সে কথা জানিয়েছিল ইসরোর চন্দ্রযান-১ মিশন। চন্দ্রযান-২ মিশন ব্যর্থ হলেও এ বছর চন্দ্রযান-৩ মিশনে সাফল্য পেয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। তবে এই মিশনের উদ্দেশ্যে যে চাঁদের জলের খোঁজ করা নয়, তাও সাফ জানিয়েছেন তিনি। বরং চাঁদের আবহাওয়া, সিসমিক অ্যাক্টিভিটি-সহ চাঁদের উৎপত্তির বিষয়ে বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য জানতে চন্দ্রযান-৩ মিশন বলে জানিয়েছেন তিনি।

চন্দ্রযানের সাফল্যের পাশাপাশি গগনযান মিশনের বিষয়েও এ দিন জানিয়েছেন। যাদবপুরের নিরাপত্তা ব্যবস্থা গড়ার বিষয়টিও এ দিন জিজ্ঞাসা করা হয়েছিল ইসরো প্রধানকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে ইসরোর প্রজেক্টের কাজের আদানপ্রদান চলে বলেও জানিয়েছেন তিনি।

Next Article