কলকাতা: বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাবেন লক্ষ লক্ষ পড়ুয়া। ঠিক সময়ে না পৌঁছতে পারলে সমস্যায় পড়তে হতে পারে তাদের। সেই সময় পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধায় পড়তে না হয়, সে কারণে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষার জন্য শনিবারগুলিতে অতিরিক্ত ৮ টি মেট্রো চালানো হবে। মঙ্গলবার মেট্রো রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে।
আরও জানানো হয়েছে, ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ও ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত পরীক্ষা শুরু হওয়ার আগে ও শেষ হওয়ার পর প্রতিদিন ৫ থেকে ৬ মিনিট অন্তর মেট্রো চালানো হবে। এর ফলে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে সুবিধা হবে বলে দাবি করেছে মেট্রো কর্তৃপক্ষ।
শনিবার করে ২৩৪ টি ট্রেন চলে কলকাতা মেট্রোয়। পরীক্ষার দিনগুলিতে চলবে অতিরিক্ত ৮ টি ট্রেন। সকাল ১০ টা থেকে ১২ টার মধ্যে দুটি আপ, দুটি ডাউন এবং বিকেল ৩ টে থেকে বিকেল ৫ টা পর্যন্ত আরও ৪ টি ট্রেন চলবে।
অন্যদিকে, মাধ্যমিক সংক্রান্ত একটি বৈঠকে মুখ্যসচিব উল্লেখ করেছেন, বেসরকারি বাস, টোটো বা অটো যাতে সহজে পরীক্ষার্থীরা পান, তা দেখতে হবে জেলা প্রশাসনকে। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে কোনও জমায়েত বা জটলা করা যাবে না বলেও জানানো হয়েছে। শান্ত পরিবেশ যাতে বজায় থাকে, সে ব্যাপারে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে সতর্ক থাকতে।
এবারের মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা এবার প্রায় ৪ লক্ষ কম। কারণ হিসেবে কোভিড পরিস্থিতিকেই অনেকাংশে দায়ী করা হচ্ছে।