Kolkata Airport: ‘আমার ব্যাগে কি বোমা আছে?’, মহিলার কথায় কলকাতা বিমানবন্দরে তুমুল হইচই

Ranjit Dhar | Edited By: সায়নী জোয়ারদার

Aug 06, 2023 | 5:19 PM

Airport: বিমানবন্দরের পাঁচস্তরীয় নিরাপত্তা পরীক্ষা দিয়েই বিমানে ওঠার জন্য এগোচ্ছিলেন ওই মহিলা। সঙ্গে তাঁর বাচ্চাও ছিল।

Kolkata Airport: আমার ব্যাগে কি বোমা আছে?, মহিলার কথায় কলকাতা বিমানবন্দরে তুমুল হইচই
কলকাতা বিমানবন্দর। (ফাইল ছবি)
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বিমানবন্দরে নিরাপত্তা রক্ষীরা পরীক্ষানিরীক্ষা করছিলেন। সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট সিকিউরিটি চেকের সময় মহিলা যাত্রীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন স্পাইস জেটের কর্মীরা। অভিযোগ, ওই মহিলা যাত্রী আচমকাই চিৎকার করে বলতে থাকেন, ‘আমার ব্যাগে কি বোমা আছে?’ এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত হইচই শুরু হয়ে যায়। এমনই পরিস্থিতি তৈরি হয় যে, উড়ান আটকে বিমানে তল্লাশি শুরু হয়।

কলকাতা বিমানবন্দর সূত্র মারফত খবর, সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট সিকিউরিটি চেকের ভার সংশ্লিষ্ট বিমান সংস্থার কর্মীরা। বিমানবন্দরের নিজস্ব পাঁচস্তরীয় নিরাপত্তা পরীক্ষা দিয়েই বিমানে ওঠার জন্য এগোচ্ছিলেন ওই মহিলা। সঙ্গে তাঁর বাচ্চাও ছিল। সেই সময় সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট সিকিউরিটি চেকের জন্য মহিলার হ্যান্ড ব্যাগ দেখতে চান নিরাপত্তা রক্ষীরা।

ওই মহিলা যাত্রীর দাবি, বিমানবন্দরের ভিতরে একাধিকবার লাগেজ চেকিং করার পরও কেন বিমানে ওঠার সময় আবারও তাঁর ব্যাগ চেক করা হবে? সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ এবং মহিলা যাত্রীর মধ্যে তীব্র বচসা শুরু হয়। এরপরই চিৎকার করে ওই মহিলা যাত্রী বলেন, তাঁর ব্যাগে কি বোমা রাখা আছে? আর তাতেই চাঞ্চল্য তৈরি হয়। কেন একজন যাত্রী এমন কথা বললেন, প্রশ্ন জাগে বিমান সংস্থার কর্মীদের মনে। ১২টা ৫৫ মিনিটের স্পাইসজেটের এসজি ৫৯৪ বিমানে শুরু হয় চিরুনি তল্লাশি। প্রায় দেড় ঘণ্টার মাথায় রওনা দেয় বিমানটি।

Next Article