বরাহনগরের বাড়িতে মৃত পুলিশকর্মী পার্থসারথীর দেহ, শেষ শ্রদ্ধা পরিবারের

sreejayee das

|

Updated on: Mar 09, 2021 | 3:09 PM

আগুন নেভাতে গিয়ে ঝলসে মৃত্য়ু হয় ৯ জনের। এরমধ্যে ৪ জন দমকল কর্মী, একজন এএসআই, দু’জন রেল কর্মী, একজন আরপিএফ রয়েছে। একজনের পরিচয় এখনও জানা যায়নি।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে বড়বাজারের ১৪ নম্বর স্ট্র্যান্ড রোডের একটি বহুতলে। ১৩ তলায় রেলের অফিস ছিল। সেখানেই আগুন লাগে। এরপরই আগুনের লেলিহান শিখা ছড়াতে শুরু করে। আগুন নেভাতে গিয়ে ঝলসে মৃত্য়ু হয় ৯ জনের। এরমধ্যে ৪ জন দমকল কর্মী, একজন এএসআই, দু’জন রেল কর্মী, একজন আরপিএফ রয়েছে। একজনের পরিচয় এখনও জানা যায়নি।

স্ট্র্যান্ড রোড কাণ্ডে ডেপুটি কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথী মণ্ডলের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার। কী বললেন তাঁর প্রতিবেশীরা?