Farakka: ফরাক্কায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ময়নাতদন্ত নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 14, 2024 | 5:48 PM

Farakka: ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল পরিবার। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের অবকাশকালীন বেঞ্চে হয় মামলার শুনানি।

Farakka: ফরাক্কায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ময়নাতদন্ত নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
কলকাতা হাইকোর্ট

Follow Us

কলকাতা: ফরাক্কার ঘটনায় সোমবারও হল না ময়নাতদন্ত। রবিবার নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হওয়ার পর রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। প্রথমে খুনের অভিযোগ দায়ের হলেও, আজ সোমবার সকালে ধর্ষণের অভিযোগ তোলে পরিবার। পকসো আইনে মামলা দায়ের হয়েছে। এই পরিস্থিতিতে আজ ময়নাতদন্ত করার ক্ষেত্রে আপত্তি জানায় পরিবার। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তারা।

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল পরিবার। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের অবকাশকালীন বেঞ্চে হয় মামলার শুনানি। সরকারি আইনজীবীকে বিচারপতি নির্দেশ দেন, যাতে ময়নাতদন্তের সময় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেয়ে আবেদন দাখিল করা হয়। বিচারপতি বলেন, “তদন্ত অনেক বেশি জরুরি। পরিবার বেশি কিছু চায়নি। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতি চেয়েছে।” তাই সোমবার ময়নাতদন্ত হচ্ছে না।

রবিবারই ওই নাবালিকা বাড়ি থেকে বেরিয়েছিল ফুল কুড়নোর জন্য। তারপর আর বাড়ি ফেরেনি সে। পরে প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার হয় সেই নাবালিকার দেহ। সোমবার পকসো আইনে মামলা রুজু হয়েছে।

এই খবরটিও পড়ুন

জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানান যে প্রথমে খুনের মামলা দায়ের হয়েছিল। পরে পকসো আইনে ধর্ষণ মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে মারধর করে স্থানীয় বাসিন্দারা। তার শারীরিক অবস্থার খারাপ, তাই হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সোমবার আদালতে বিষয়টি জানানো হয়। তদন্তের স্বার্থে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত চায় পরিবার।

Next Article