কলকাতা: গঙ্গার নীচ দিয়ে বেশ কয়েক দফার ট্রায়াল রান হয়ে গিয়েছে কলকাতা মেট্রোর। গঙ্গার নীচের টানেলেও মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যাবে, সেই বন্দোবস্তও করছে মেট্রো কর্তৃপক্ষ। গঙ্গার নীচ দিয়ে বহু প্রতীক্ষিত মেট্রো পরিষেবা সর্বসাধারণের জন্য খুলে যাওয়ার অপেক্ষায় বসে আছে কলকাতাবাসী। কিন্তু গঙ্গার নীচ দিয়ে মেট্রোয় যাতায়াতের খরচ কত পড়বে? সোমবার এক ভিডিয়ো বার্তায় ভাড়ার বিষয়টি খোলসা করলেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে গঙ্গার নীচ দিয়ে দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছতে লাগবে ৩০ টাকা।
এক্ষেত্রে হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে এসপ্ল্যানেড স্টেশনে এসে মেট্রো বদল করতে হবে। কিন্তু পুরো যাত্রার জন্য একটিই টিকিট লাগবে। ঠিক তেমনইভাবে দমদম স্টেশনে যেতে খরচ হবে ২৫ টাকা। এসপ্ল্যানেড পর্যন্ত আসতে খরচ হবে ১০ টাকা। এদিকে আবার হাওড়া ময়দান থেকে রুবি পর্যন্ত (হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন) যেতে খরচ হবে ৫০ টাকা। এক্ষেত্রে কবি সুভাষ-নিউ গড়িয়ায় মেট্রো বদল করতে হবে। হাওড়া থেকে সেন্ট্রাল আসতে খরচ হবে মাত্র ১৫ টাকা। এক্ষেত্রেও এসপ্ল্যানেডে মেট্রো বদল করতে হবে।
শহর কলকাতার অন্যতম লাইফলাইন হল মেট্রো পরিষেবা। আজ ওই ভিডিয়ো বার্তায় কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘যাঁরা শহরতলি থেকে কলকাতায় আসেন বিশেষ করে হাওড়া স্টেশন হয়ে, তাঁদের প্রতিদিন ট্রেনে আসার পর আবার ট্যাক্সি-বাস ইত্যাদি যানজট কাটিয়ে কলকাতা শহরে ঢুকতে হয়। হাওড়া স্টেশন থেকে গঙ্গার নীচ দিয়ে মেট্রো পরিষেবা খুব শীঘ্রই চালু করে দেওয়া হবে।’