Weather Update: ধান কাটার সময়ও পিছু ছাড়ছে না ঘ্যানঘ্যানে বৃষ্টি, সিঁদুরে মেঘ দেখছেন কৃষকরা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 14, 2021 | 1:22 PM

Kolkata: বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

Weather Update: ধান কাটার সময়ও পিছু ছাড়ছে না ঘ্যানঘ্যানে বৃষ্টি, সিঁদুরে মেঘ দেখছেন কৃষকরা
মাঠের ধান ঘরে তুলতে শুরু করেছেন কৃষকরা

Follow Us

কলকাতা: পুজোর ঠিক আগেই বাংলা দেখছে বন্যা। হুগলি, আরামবাগ, সুন্দরবন, খানাকূলের মতো একাধিক এলাকা পুজোর সময়ও ছিল জলের নীচে। তারপর বৃষ্টি কমে গেলেও একটু স্বস্তির নিশ্বাস নিয়েছিল বঙ্গবাসী। কিন্তু ফের নাছোড় বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। বন্যার জেরে ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে ফসল। ক্ষতির মুখ দেখেছে কৃষকরা।

এখন কার্তিক মাস। পাকতে শুরু করেছে ধান। অগ্রাহয়ণ মাস নাগাদ ফসল পুরোপুরি পেকে গেলে তা ঘরে তোলেন কৃষকরা। কিন্তু ফের বৃষ্টি। তাই আশঙ্কায়  ধান কেটে ফেলছেন তাঁরা। সূত্র বলছে, নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আজ মূলত ছয় জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবারও। মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চার জেলায়। বুধবার মূলত শুকনো থাকবে আবহাওয়া। কিন্তু বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা। আন্দামান সাগরে নতুন নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সেটিই দফায় দফায় শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে সরে আসবে। তার প্রভাবেই ফের বৃষ্টির ভ্রুকুটি দেখছে বাংলা।

এদিকে, অনুভূত হচ্ছে স্যাঁতস্যাঁতে ঠাণ্ড। মেঘলা আকাশ ।নেই রোদ । কখনও হালকা কখনও ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছ। যার কারণে স্যাঁতসেঁতে ঠাণ্ডা রয়েছে। আজকে স্বাভাবিকের নীচে দিনের তাপমাত্রা। কিন্তু শীতের চেনা শুকনো ঠাণ্ডার আমেজ এখনই ফেরার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ২-৩ ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। উত্তরে-পশ্চিমী হাওয়ার সামনে থেকে বাধা না সরা পর্যন্ত রাতের তাপমাত্রা কমবে না বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

প্রসঙ্গত, আজও ভারী বৃষ্টিতেই ভাসবে তামিলনাড়ু (Tamil Nadu) সহ দক্ষিণের একাধিক রাজ্যগুলিতে। কেন্দ্রীয় আবহাওয়া দফতর (IMD) সূত্রে জানানো হয়েছে, রবিবার সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হবে চেন্নাই, কন্যাকুমারী ও তিরুনেলাভেলি জেলায়। বেলা বাড়তেই সালেম, চেঙ্গালপেট, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম ও ভিল্লুপুরমেও দাপট বাড়বে বৃষ্টির। বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ ঝড়বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে।  কমলা সতর্কতা জারি করা হয়েছে কেরল(Kerala)-র পাঁচ জেলাতেও।

বিগত এক সপ্তাহ ধরেই একটানা বৃষ্টি চলছে তামিলনাড়ু জুড়ে। বিশেষত রাজ্য়ের উত্তরের জেলাগুলি যেমন, চেন্নাই, চেঙ্গালপেট, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম ও ভিল্লুপুরমে একটানা লাগাতার বৃষ্টির কারণে কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজও এই অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আজ ভারী বৃষ্টি হলেও, আগামী কয়েকদিন স্বল্প থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে বলেই জানানো হয়েছে।

 

Next Article