Cyber Crime in Dark Web: ডার্ক ওয়েবে বাড়ছে ভয়, খুন থেকে ফেসবুক হ্যাকের বরাত, রেট চার্ট দিয়ে চলছে দরাদরি

Cyber Crime in Dark Web: ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং হোক বা কোনও প্রতিষ্ঠানের তথ্য হাতানো, অপরাধীদের হাতিয়ার এখন ডার্ক ওয়েব। হ্যাকারদের রেট অনুযায়ী টাকা দিলেই কেল্লাফতে। রীতিমতো রেট চার্ট বানিয়ে তৈরি ডার্ক ওয়েবের হ্যাকাররা। বিভিন্ন অপরাধের আলাদা আলাদা রেট ডার্ক ওয়েব হ্যাকারদের।

Cyber Crime in Dark Web: ডার্ক ওয়েবে বাড়ছে ভয়, খুন থেকে ফেসবুক হ্যাকের বরাত, রেট চার্ট দিয়ে চলছে দরাদরি
ভয় বাড়ছে আম-আদমির মনেImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2023 | 12:01 AM

কলকাতা: দুর্নীতির কথা, প্রতারণার কথা এসব আজকাল এরাজ্যে জলভাত! ঠিক যেমনটা দেখা যাচ্ছে ইদানিং ডার্ক ওয়েব নিয়ে! অন্ধকার এক জগত্‍! এর জাল ছড়িয়ে পড়ছে অপরাধ জগতেও! ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং হোক বা কোনও প্রতিষ্ঠানের তথ্য হাতানো, অপরাধীদের হাতিয়ার এখন ডার্ক ওয়েব। হ্যাকারদের রেট অনুযায়ী টাকা দিলেই কেল্লাফতে। রীতিমতো রেট চার্ট বানিয়ে তৈরি ডার্ক ওয়েবের হ্যাকাররা। বিভিন্ন অপরাধের আলাদা আলাদা রেট ডার্ক ওয়েব হ্যাকারদের।

সূত্রের খবর, ডার্ক ওয়েবের যে সমস্ত হ্যাকার রয়েছে তাদের হাতে রয়েছে বেশ কিছু ওয়েব সাইট। কোনও ব্যক্তি যদি কোনও কারণে ওই ওয়েব সাইটের মধ্যে ঢুকে যান তাহলে সঙ্গে সঙ্গে তাঁকে স্বাগত জানাচ্ছেন ডার্ক ওয়েবের হ্যাকাররা। সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন অপারধমূলক কাজের জন্য রেট চার্ট। কার্যত হোটেল, রেস্তরাঁয় খাবারের মেনু ও দাম সামনে রাখা হয় ঠিক সেইভাবে। কখনও বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যাকিংয়ের জন্য দিতে হবে ৪১ হাজার ৫৬০ টাকা, খুনের জন্য ১ লক্ষ ৪১ হাজার ৩০৪ টাকা। ভিআইপি খুন বা পাবলিক কোম্পানি ধ্বংস করতে দিতে হবে ২ লক্ষ ৭ হাজার ৮০০ টাকা। যাঁরা এই রেট চার্ট দিচ্ছেন তাঁদের পরিচয় থাকছে সম্পূর্ণ গোপন। 

অর্থাৎ, জাল অনেক গভীর! আর সেখানেই বিপদের বার্তা দেখছেন সাইবার বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, আগামিদিনে ডার্কওয়েবের হাতে পড়ে অপরাধের মাত্রা অনেক গুণ বাড়বে। যার ঝলক কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যেই ! সাইবার বিশেষজ্ঞ সাম্যজিৎ মুখোপাধ্যায় বলছেন, “সাধারণ মানুষের জীবনের অলিতেগলিতে ঢুকে পড়ছে এরা। সেখানে সবথেকে বেশি ভয়। খুন থেকে শুরু করে যে কোনও অপরাধের বরাত নেওয়া হচ্ছে। এদিকে যে ইন্টারনেট মাধ্যম আমরা ব্যবহার করি তার ৫ শতাংশ বাদে বাকিটা পুরোটাই তো ডার্ক ওয়েব।”