AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Medical College: আরজি কর মেডিক্যালে বোমাতঙ্ক, খবর গেল বম্ব স্কোয়াডে

RG Kar Medical College: এক মাসেরও বেশি সময় অতিক্রান্ত। এখনও আরজি কর মেডিক্যাল কলেজে চলছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। সেই মঞ্চের সামনেই ছড়াল বোমাতঙ্ক।

RG Kar Medical College: আরজি কর মেডিক্যালে বোমাতঙ্ক, খবর গেল বম্ব স্কোয়াডে
| Edited By: | Updated on: Sep 12, 2024 | 1:08 PM
Share

কলকাতা: তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য। ধর্ষণ ও খুনের অভিযোগে তদন্ত করছে সিবিআই। চলছে ম্যারাথন আন্দোলন। এরই মধ্যে ছড়াল বোমাতঙ্ক। বৃহস্পতিবার সকালে আরজি কর মেডিক্যাল কলেজে একটি ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে।

গত ৯ অগস্ট তিলোত্তমার দেহ উদ্ধারের পর থেকেই আরজি কর মেডিক্যাল কলেজ চত্বরে চলছে বিক্ষোভ। আন্দোলনকারী চিকিৎসকরা যে মঞ্চে বসে রয়েছেন, সেই মঞ্চের সামনেই একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায় এদিন সকাল ১০টা নাগাদ। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও কেউ ব্যাগটি না নিয়ে যাওয়ায় আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে ব্যাগটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। বম্ব স্কোয়াডের সদস্যরা পৌঁছলে তবেই স্পষ্ট হবে, কী আছে ওই ব্যাগে।

হাসপাতালের আউটপোস্ট ও টালা থানার পুলিশ মেডিক্যাল কলেজ চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে ওই ব্যাগটি ওখানে এল, কে ব্যাগ ফেলে রেখে গেল, তা বোঝার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই ধরনা মঞ্চ থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই ধরনা মঞ্চে শুধু চিকিৎসকরাই নন, অনেক সাধারণ মানুষও যোগ দেন।

উল্লেখ্য, গত ১৪ অগস্ট অর্থাৎ চিকিৎসকের দেহ উদ্ধারের কয়েকদিন পর আচমকা দুষ্কৃতী তাণ্ডব চলেছিল আরজি করে। মধ্যরাতে একদল দুষ্কৃতী ভিতরে প্রবেশ করে, যারা, এমার্জেন্সি ওয়ার্ডে ভাঙচুর চালায়। সেই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন ওঠে।