Winter Update: কলকাতায় ১৭, বীরভূমে ১৪, দার্জিলিংয়ে ৮ ডিগ্রি! এবার শীতে ভাঙবে সব রেকর্ড?
Winter in Bengal: উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৪ থেকে ৫ দিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন থাকছে না। কমবেশি সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে।

কলকাতা: আবহাওয়া দফতর বলেছিল আরও নামবে। আর তাই সত্য়ি হল। এবার ধীরে ধীরে গোটা রাজ্যজুড়েই জাঁকিয়ে ঠান্ডা। বাধাহীন ভাবে বইছে উত্তুরে হাওয়া। ১৭ ডিগ্রির ঘরে নেমে গেল কলকাতার পারদ। আবহাওয়া দফতর বলছে এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রি কম। আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৪১ থেকে ৮৯ শতাংশের মধ্যে।
অন্যদিকে ১৩-১৪ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে পশ্চিমাঞ্চলের পারদ। আপাতত এই ঠান্ডা আমেজই বজায় থাকবে। তবে পুরোপুরি শীত আসতে আরও বেশ কিছুটা দেরি রয়েছে বলেই মনে করা হচ্ছে।
গোটা দক্ষিণবঙ্গ আপাতত শুষ্কই থাকবে। আগামী ৪ থেকে ৫ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। কমবেশি সব জায়গাতেই স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে তাপমাত্রা। ধীরে ধীরে পশ্চিমী হওয়ার দাপটও বাড়বে। ফলে আরও বাড়বে শীতের আমেজ। সকালের দিকে পাতলা কুয়াশার দেখা মিললেও ঘন কুয়াশার আপাতত কোনও সতর্কতা থাকছে না। এদিন গোটা দক্ষিণবঙ্গে রেকর্ড ঠান্ডার নিরিখে সবাইকে টেক্কা দিয়েছে বীরভূমের সিউরি। সেখানে তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম।
অন্যদিকে উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৪ থেকে ৫ দিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন থাকছে না। কমবেশি সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে। গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলির মধ্যে দার্জিলিংয়ে তাপমাত্র সবথেকে কম ৮ ডিগ্রি সেলসিয়াসে ছিল।
