Firdous Samim: ‘বিচারপতিরা চেম্বারেই বাতিল করেছেন, সেগুলি আদালতে আনার উপযুক্ত মনে করেননি’, বললেন শামিম
SSC Scam: এ দিন তিনি বলেন, "বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ রিভিউ পিটিশন বাতিল করেছেন। চেম্বারেই বাতিল করেছেন। সেগুলি আদালতে আনার উপযুক্ত মনে করেননি। তার নির্দিষ্ট কারণও বলেছেন। বাক কমিটির রিপোর্ট ও সিবিআই তদন্ত থেকে পরিষ্কার কীভাবে দুর্নীতি হয়েছে।"

কলকাতা: রাজ্য সরকার-এসএসসি-চাকরিহারাদের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। ২৬ হাজারের চাকরি বাতিলের রায় পুনর্বহাল থাকবে, পরিষ্কার জানিয়ে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ। মঙ্গলবার এই নিয়েই মন্তব্য করেন আইনজীবী ফিরদৌস শামিম।
এ দিন তিনি বলেন, “বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ রিভিউ পিটিশন বাতিল করেছেন। চেম্বারেই বাতিল করেছেন। সেগুলি আদালতে আনার উপযুক্ত মনে করেননি। তার নির্দিষ্ট কারণও বলেছেন। বাক কমিটির রিপোর্ট ও সিবিআই তদন্ত থেকে পরিষ্কার কীভাবে দুর্নীতি হয়েছে।” তাঁর সংযোজন, “অরিজিনাল ওএমআর শিট নেই। মিরর ইমেজ নেই। দুর্নীতিকে ঢাকতে কর্তৃপক্ষ উঠে-পড়ে লেগেছিল। তাই পুরো প্যানেল বাতিল। কে যোগ্য আর কে অযোগ্য় পৃথকীকরণ সম্ভবই হয়নি। মহামান্য বিচারপতি ছত্রে-ছত্রে বুঝিয়ে দিয়েছেন এই নিয়োগ দুর্নীতি যুক্ত-কলুষিত। যোগ্য-অযোগ্য বোঝা সম্ভব নয়। তাই বাতিল হয়েছে।”
গত ৩ এপ্রিল শীর্ষ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ ২০১৬ সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছিল।নতুন করে ফের নিয়োগপ্রক্রিয়া শুরু করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কোর্ট নির্দেশ দিয়েছিল, যাঁরা অন্য সরকারি চাকরি ছেড়ে ২০১৬ সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন, তাঁরা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন। সংশ্লিষ্ট রায়ে আরও বলা হয়েছিল, যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। এরপর রাজ্য সরকার এবং এসএসসি, চাকরিহারারা সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিলেন। তবে তা খারিজ করে কোর্ট।

