Fire: কলকাতায় প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন, শোরগোল মাঠপুকুরে
Fire: প্লাস্টিকের একটি পরিত্যক্ত গুদামে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। আশপাশে অনেক বাড়িঘর রয়েছে। তাই, আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশপাশের এলাকা।

কলকাতা: ফের অগ্নিকাণ্ড কলকাতায়। বাইপাসে মাঠপুকুর এলাকায় একটি প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে প্রথমে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছয়। তবে আগুনের ভয়াবহতা বাড়ায় আরও ইঞ্জিন যায়। এই মুহূর্তে দমকলের আটটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে।
এদিন দুপুরে প্লাস্টিকের একটি পরিত্যক্ত গুদামে আগুন লাগে। দাহ্য পদার্থ গুদামে থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আশপাশে অনেক বাড়িঘর রয়েছে। তাই, আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশপাশের এলাকা।

আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও
খবর পেয়েই প্রথমে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে যায় ঘটনাস্থলে। আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও চারটি ইঞ্জিন আসে। এই মুহূর্তে ওই এলাকায় হাল্কা বৃষ্টিও হচ্ছে। ফলে আগুন নেভাতে সুবিধা হচ্ছে বলে দমকলের বক্তব্য। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন।

ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশপাশের এলাকা
পরিত্যক্ত ওই প্লাস্টিকের গুদামে কীভাবে আগুন লাগল, তা জানা যায়নি। দমকল জানিয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনাই তাদের প্রাথমিক লক্ষ্য। তারপর আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে। তবে গুদামটি পরিত্যক্ত হওয়ায় ভেতরে কেউ ছিলেন না। তাই, কেউ হতাহত হননি। তবে আশপাশে অনেক বাড়িঘর থাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। না হলে আগুন ছড়িয়ে পড়লে আরও ক্ষয়ক্ষতি হতে পারে।

