কলকাতা: কলকাতা বিমানবন্দরে ভয়ঙ্কর আগুন (Fire in Kolkata Airport)। বিমানবন্দরের তিন নম্বর প্রস্থান গেটের কাছে বুধবার রাত ৯টার কিছু পরে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যে জায়গায় সিকিউরিটি চেকিং হয়, তার কাছেই আগুন লাগে। নিমেষে গোটা বিমানবন্দর চত্বর সাদা ধোঁয়ায় ঢেকে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের কর্মীরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। প্রথমে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে বলে জানা যাচ্ছে। দমকলের চারটি ইঞ্জিন দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনও কিছু কিছু জায়গায় ‘পকেট ফায়ার’ জ্বলছে বলে জানা যাচ্ছে।
প্রায় ঘণ্টাখানেকের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। দ্রুততার সঙ্গে আগুন নিভিয়ে বিমানবন্দরের পরিষেবা আবার স্বাভাবিক করার চেষ্টা চলছে। যে বিমানগুলি আগুন লাগার সময়ে অবতরণ করেছিল, সেই বিমানের যাত্রীদের এতক্ষণ বিমানেই বসিয়ে রাখা হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনার পর তাঁদের একে একে বিমানবন্দর থেকে বের করা হচ্ছে।
ধীরে ধীরে স্বাভাবিকের পথে বিমান পরিষেবা। অগ্নিকাণ্ডের সময়ে কলকাতা বিমানবন্দরে যে বিমানগুলি অবতরণ করেছিল, সেই বিমানগুলির যাত্রীদের তখন নামানো হয়নি। জানা যাচ্ছে, ওই বিমানগুলি যাত্রীদের নিয়ে বিমানবন্দরের বে’তে অপেক্ষা করছে।
আগুন লাগার পর বিমানবন্দরে কর্তব্যরত কর্মীদেরও বাইরে বের করে নিয়ে আসা হয়েছে। বিমানবন্দরে এক কর্মী জানালেন, ‘দুর্ঘটনার সময়ে আমরা নীচে ছিলাম। খবর পাওয়ার পর আমরা জিনিসপত্র নিরাপদ জায়গায় রেখে বেরিয়ে এসেছি। যাত্রীদেরও বের করে নিয়ে আসা হয়েছে।’
রাতে আগুন লাগার ঘটনার পর কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে একটি টুইট করে জানানো হয়, রাত ৯ টা ১২ মিনিট নাগাদ বিমানবন্দরের চেক ইন এরিয়ে পোর্টাল ডি-এর কাছে আগুন লাগে। রাত ৯ টা ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। সব যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলেও জানাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
There was a minor fire & smoke on the check in area portal D at 2112 pm. and fully extinguished by 2140 pm.
All passengers are evacuated safely and check in process suspended due to presence of smoke in the check in area.
Check in and operation will resume by 1015 pm. #— Kolkata Airport (@aaikolairport) June 14, 2023
আতঙ্কিত যাত্রীরা বলছেন, ‘এমন আগুন আমরা কখনও দেখিনি। প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমাদের সবাইকে বের করে দেওয়া হয়েছে।’
দমকলমন্ত্রী সুজিত বসু জানাচ্ছেন, ‘আমাদের কাছে একটি আগুন লাগার খবর আসে। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’ কলকাতা বিমানবন্দরের মতো একটি এত গুরুত্বপূর্ণ বিমানবন্দরে আগুন লাগায় কি যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে না? বিষয়টি নিয়ে মন্ত্রী বললেন, ‘এটি ভাল করে দেখা উচিত এয়ারপোর্ট অথরিটির। যেখানে এত লোক যাতায়াত করেন, সেখানে এই বিষয়গুলি ভাল করে দেখা উচিত তাঁদের।’ তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পরই জানা যাবে বলে মনে করছেন তিনি।
যদিও কী কারণে এই আগুন লাগল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে দমকল সূত্রে জানা যাচ্ছে, শর্ট সার্কিটের থেকে আগুন লেগে থাকতে পারে। তবে স্বস্তির বিষয় বিমানবন্দর সূত্রে খবর, দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই। এদিকে বুধবার বিমানবন্দরে আগুনের জেরে উড়ানে কিছুটা দেরি হচ্ছে।
কলকাতা বিমানবন্দর হল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিমানবন্দর। সর্বক্ষণ যাত্রীদের আসা-যাওয়া লেগে থাকে বিমানবন্দরে। আর সিকিউরিটি চেকিং-এর সামনেও সবসময়ই কম বেশি ভিড় থাকে যাত্রীদের। হঠাৎ করে সিকিউরিটি চেক পয়েন্টের সামনে এভাবে আগুন লেগে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন বিমানবন্দরে উপস্থিত যাত্রীরা। ভয়ে হুড়োহুড়ি পড়ে যায় বিমানযাত্রীদের মধ্যে। বিমানবন্দর সূত্রে খবর, যাত্রীদের সকলে নিরাপদে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতা বিমানবন্দরের অগ্নি নির্বাপণ ব্যবস্থা বেশ উন্নত মানের। সেই দিয়েই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু হয়। পরে দমকল বাহিনী গিয়ে আগুন নেভানোর কাজে নামে।