লেক টাউনে আগুন
(নিজস্ব চিত্র)
কলকাতা: লেকটাউনের ভিআইপি টাওয়ারের ফ্ল্যাটে ভয়াবহ আগুন। বুধবার রাত্রি ১২টা নাগাদ ধোঁয়া উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে পোড়া গন্ধে ঢেকে যায় এলাকা। এরপর খবর যায় দমকলে। মোট পাঁচটি ইঞ্জিন এসে দীর্ঘ সময়ের পর আগুন নিয়ন্ত্রণে আনে।
- এই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, “দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এসি থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে বলেই অনুমান।এই আবাসনের অগ্নিনির্বাপন ব্যবস্থা ঠিকঠাক ছিল না। আমি তদন্তের নির্দেশ দিয়েছি।
- আগুন নিয়ন্ত্রণে আসা পর্যন্ত দমকল কর্মীদের সঙ্গে তদারকি করেন।
- খবর পেয়ে ঘটনাস্থলে রাত্রিবেলাই সেখানে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু।
- আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ফ্ল্যাটে থাকা বেশ কিছু আসবাব পত্র।
- যে ফ্ল্যাটে আগুনটি লেগেছে সেই ঘরের মালিক মহেন্দ্র পোদ্দার। দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন ছড়িয়েছে।
- স্থানীয় সূত্রে খবর, ঘড়ির কাঁটায় তখন রাত্রি ১২টা। তখনই ধোঁয়া বের হতে দেখেন এলাকাবাসী।