‘নমাজ পড়ছিলাম, বিকট শব্দ শুনে ছুটে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে’

Apr 03, 2021 | 10:31 AM

দমকলের (Fire Brigade) ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও এলাকা ঘিঞ্জি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমত বেগ পেতে হয় দমকল কর্মীদের।

নমাজ পড়ছিলাম, বিকট শব্দ শুনে ছুটে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে
ভোরের কলকাতায় ফের আগুন।

Follow Us

কলকাতা: ভোরের কলকাতায় ফের আগুন (Fire)। এবার ঘটনাস্থল তপসিয়া। শনিবার ভোরে ১৮ নম্বর তপসিয়ার একটি জুতোর কারখানায় ভয়াবহ আগুন লাগে। সূত্রের খবর, কারখানার ভিতরে দাহ্য বস্তু থাকায় মুহূর্তে আগুন ছড়াতে শুরু করে। দমকলের ১০টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজন দমকল কর্মী অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর সাড়ে চারটে নাগাদ হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। এলাকায় নমাজ পড়ছিলেন একজন। তিনি জানান, “ভয়ঙ্কর শব্দ শুনে ছুটে এসে দেখি জুতোর একটা কারখানা থেকে কুণ্ডলী পাকিয়ে বেরিয়ে আসছে কালো ধোঁয়া। এলাকার অন্যান্য লোকজনও বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকলে।”

আরও পড়ুন: কালো ধোঁয়ায় ভরেছে চাঁদনী চক, আগুন নেভাতে বাড়ল ইঞ্জিনের সংখ্যা

দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও এলাকা ঘিঞ্জি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমত বেগ পেতে হয় দমকল কর্মীদের। কারখানায় রাসায়নিক থাকায় বিকট গন্ধ বের হতে শুরু করে। আগুন নেভাতে এসে অসুস্থ হয়ে পড়েন একজন দমকলকর্মী। দমকলের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে জলের সমস্যা হলেও পরে স্থানীয় পুকুর থেকে জল এনে আগুন নেভানোর কাজ চলে।

Next Article