তৃতীয় দফায় নজরে ৩১ আসন, শনিবার থেকেই কোমর বাঁধছে কমিশন

ঋদ্ধীশ দত্ত |

Apr 03, 2021 | 6:06 PM

বর্তমানে রাজ্যে ৮০০ কোম্পানি বাহিনী মজুত রয়েছে। এদের মধ্যে তৃতীয় দফার ভোটে ব্যবহার করা হবে ৬১৮ কোম্পানি বাহিনী। নিরাপত্তার স্বার্থে বাকি সংখ্যক বাহিনী মোতায়েন থাকবে আগের দফার কেন্দ্রগুলিতে।

তৃতীয় দফায় নজরে ৩১ আসন, শনিবার থেকেই কোমর বাঁধছে কমিশন
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: দ্বিতীয় দফার ভোট মিটেছে একদিন আগেই। এ বার তৃতীয় দফা নির্বাচনে নজর ফোকাস কমিশনের (Election Commision)। আগামী মঙ্গলবার ৩১টি আসনে ভোটগ্রহণ হবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে শনিবার থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামিকাল রাজ্য প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক করবে কমিশন।

শুক্রবার থেকেই এডিজি আইন-শৃঙ্খলা জগমোহন ও বিএসএফের আইজি একে সিংয়ের সঙ্গে বৈঠক করেছে কমিশনের সিইও। সতর্ক করে দেওয়া হয়েছে, কোনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যেন ভোটারদের ভোটার-কার্ড দেখতে না চান।

উল্লেখ্য, বর্তমানে রাজ্যে ৮০০ কোম্পানি বাহিনী মজুত রয়েছে। এদের মধ্যে তৃতীয় দফার ভোটে ব্যবহার করা হবে ৬১৮ কোম্পানি বাহিনী। নিরাপত্তার স্বার্থে বাকি সংখ্যক বাহিনী মোতায়েন থাকবে আগের দফার কেন্দ্রগুলিতে। পূর্ব মেদিনীপুরে মোতায়েন থাকবে ৬ কোম্পানি বাহিনী। সূত্রের খবর, অধিকাংশই থাকবে নন্দীগ্রামে।

আরও পড়ুন: ‘এভাবে চলতে থাকলে লকডাউন অবশ্যম্ভাবী’, জনগণের উদাসীনতাকে দুষলেন উদ্ধব

অন্যদিকে, তৃতীয় দফার ভোট প্রস্তুতি নিয়ে শনিবার ভিডিয়ো বৈঠক করবে নির্বাচন কমিশন। বিকেল ৪টেয় বৈঠক দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলির জেলাশাসকদের সঙ্গে। আগের দুই দফায় ওয়েব কাস্টিংয়ে নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার কথা মেনে নিয়েছে কমিশনও। পরের দফার সমস্যা এড়াতে শনিবার জেলায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গেও আলাদা বৈঠক হবে।

আরও পড়ুন: ‘পায়ের তলায় দেখে যা আলোর নাচন’, মমতার ভিডিয়ো প্রসঙ্গে বিরোধীদের বিঁধলেন কুণাল

Next Article