AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘এভাবে চলতে থাকলে লকডাউন অবশ্যম্ভাবী’, জনগণের উদাসীনতাকে দুষলেন উদ্ধব

গত দু'সপ্তাহের মধ্যে আজ নতুন করে রেকর্ড সংক্রমণ ধরা পড়েছে এই রাজ্যে। কেবলমাত্র মুম্বই শহরেই এ দিন আক্রান্ত হয়েছেন ৮,৮৩২ জন। মৃত্যু হয়েছে ২০ জনের।

'এভাবে চলতে থাকলে লকডাউন অবশ্যম্ভাবী', জনগণের উদাসীনতাকে দুষলেন উদ্ধব
ছবি-টুইটার
| Updated on: Apr 02, 2021 | 9:32 PM
Share

মুম্বই: করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় নাজেহাল মহারাষ্ট্র। “এভাবে চলতে থাকলে কোনওভাবেই লকডাউন এড়ানো সম্ভব নয়।” শুক্রবার এক সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীর উদ্দেশে জানিয়ে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। গত দু’সপ্তাহের মধ্যে আজ নতুন করে রেকর্ড সংক্রমণ ধরা পড়েছে এই রাজ্যে। কেবলমাত্র মুম্বই শহরেই এ দিন আক্রান্ত হয়েছেন ৮,৮৩২ জন। মৃত্যু হয়েছে ২০ জনের।

সাধারণ মানুষের উদাসীনতাই যে এই পরিস্থিতির জন্য দায়ী সেটাও সাফ জানিয়েছেন তিনি। উদ্ধব এ দিন বলেছেন, “অবস্থার পরিবর্তন যদি না হয় তবে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়তে পারে। এখনও পর্যন্ত ৬৫ লক্ষ মানুষকে টিকা দেওয়া হলেও নতুন করে অনেকেই আক্রান্ত হচ্ছেন কারণ মাস্ক পরছেন না। আত্মতুষ্টিতে ভুগতে শুরু করেছেন সকলে। যদি এরকমই চলতে থাকে তাহলে লকডাউনের সম্ভাবনা এড়াতে পারব না।”

উদ্ধব আরও জানান, “এরকম পরিস্থিতি যদি চলতে থাকে তবে আগামী ১৫ দিনের মধ্যে আমাদের পরিকাঠামো ভেঙে পড়বে। তাই আজ আমি লকডাউনের হুঁশিয়ারি দিচ্ছি। কিন্তু লকডাউন ঘোষণা করছি না। কিন্তু বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আসন্ন দু’দিনের মধ্যে যদি কোনও সমাধান সূত্র না খুঁজে পাই, তাহলে আর কোনও রাস্তা খোলা থাকবে না।” শলা-পরামর্শ করে আগামী দু’দিনের মধ্যেই মহারাষ্ট্রে নতুন বিধি-নিষেধও আরোপ করা হবে বলে জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, করোনার উদ্বেগজনক পরিস্থিতির কথা মাথায় রেখে রবিবার প্রধানমন্ত্রী মোদী একটি বৈঠক করতে পারেন বলে খবর সূত্রের। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে এই বৈঠক হবে। দেশে যেভাবে করোনা সংক্রমণ উর্ধ্বমুখী হচ্ছে, তা রুখতে মুখ্যন্ত্রীদের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে। তারপরই পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিতে পারেন বলে খবর।