Fire breaks out in Train: ডায়মন্ড হারবার লোকালে আগুন, গল গল বেরোচ্ছে ধোঁয়া, চেন টানতেই হুলস্থুল কাণ্ড

Satyajit Mondal | Edited By: জয়দীপ দাস

Jul 28, 2024 | 1:17 PM

Fire breaks out in Train: অনেক যাত্রীই মুহূর্তের মধ্যে ট্রেন থেকে নেমে আসেন। ভয়ে ছোটাছুটি শুরু করে দেন অনেকে। এগিয়ে আসে রেল পুলিশ। উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় সুভাষগ্রাম স্টেশনে। তবে অল্প সময়ের মধ্য়ে নিভে যায় আগুন।

Fire breaks out in Train: ডায়মন্ড হারবার লোকালে আগুন, গল গল বেরোচ্ছে ধোঁয়া, চেন টানতেই হুলস্থুল কাণ্ড
ব্যাপক উত্তেজনা স্টেশনে
Image Credit source: TV-9 Bangla

Follow Us

সুভাষগ্রাম: ভরদুপুরে ডায়মন্ড হারবার লোকালে আগুন। তীব্র আতঙ্ক যাত্রীদের মধ্যে। এদিন ঠিক দুপুর ১২টা ১২ মিনিট নাগাদ ট্রেনটিতে আগুন লাগে। সুভাষগ্রাম স্টেশনে দাঁড়িয়ে যায় ট্রেনটি। সূত্রের খবর, প্ল্য়াটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরাই প্রথমে ট্রেন নিচে আগুনের হলকা দেখতে পান। ধোঁয়াও বের হতে থাকেন তাঁরাই চিৎকার-চেঁচামেচি শুরু করলে নজরে পড়ে ট্রেনে থাকা যাত্রীদের। তাঁদের মধ্যে কেউ সঙ্গে সঙ্গে ট্রেনের চেন টেনে দেন। কিছু সময়ের মধ্যেই সুভাষগ্রাম স্টেশনে দাঁড়িয়ে যায় ট্রেনটি। 

অনেক যাত্রীই মুহূর্তের মধ্যে ট্রেন থেকে নেমে আসেন। ভয়ে ছোটাছুটি শুরু করে দেন অনেকে। এগিয়ে আসে রেল পুলিশ। উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় সুভাষগ্রাম স্টেশনে। তবে অল্প সময়ের মধ্য়ে নিভে যায় আগুন। আপাতত শিয়ালদা দক্ষিণ শাখায় বারুইপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ। ফলে বারুইপুর, লক্ষীকান্তপুর, নামখানা, কাকদ্বীপগামী ট্রেন চলছে না। 

তবে কীভাবে ট্রেনের নিচে আগুন লাগল, নেপথ্যে কী কারণ তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কোনও যান্ত্রিক গোলযোগ, নাকি অন্য কোনও ঘটনা তা খতিয়ে দেখছে রেল। রেলের ইঞ্জিনিয়ররাও ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। প্রসঙ্গত, শনিবারের পর রবিবারও শিয়ালদহ সেকশনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল রয়েছে। নৈহাটি স্টেশনের কাছে কাজের জন্য বাতিল করা হয়েছে ট্রেন। ঘুরপথে চলছে বেশ কিছু দূরপাল্লার ট্রেনও। দু’দিন আগে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে দেখা গিয়েছিল পূর্ব রেলকে। 

Next Article