Firhad Hakim: ‘না পোষালে ছেড়ে দিন, কেন্দ্রের চাকরি করুন’, DA আন্দোলনকারীদের কটাক্ষ ববি হাকিমের

Sayanta Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 01, 2023 | 11:00 AM

Firhad Hakim On DA: এমন অবস্থায় ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ ফিরহাদ হাকিমের। বললেন, "যাঁরা অনেক পান তাদের বেশি পাইয়ে দেওয়াটা আমার কাছে পাপ। না পোশালে ছেড়ে দিন।"

Firhad Hakim: না পোষালে ছেড়ে দিন, কেন্দ্রের চাকরি করুন, DA আন্দোলনকারীদের কটাক্ষ ববি হাকিমের
ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ (নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা: মহার্ঘ ভাতা বা ডিএ (DA) নিয়ে কম উত্তাল হয়নি রাজ্য। বকেয়া প্রাপ্য টাকার দাবিতে ধর্মতলার ধর্নামঞ্চে লাগাতার আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীরা। ইতিমধ্যে দু’দিনের কর্মবিরতি বা পেনডাউনও করেছেন তাঁরা। রাজ্য সরকারের তরফে সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণাও করা হয়েছে। এতেও যদিও চিড়ে ভেজেনি। লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। এমন অবস্থায় ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ ফিরহাদ হাকিমের। বললেন, “যাঁরা অনেক পান তাদের বেশি পাইয়ে দেওয়াটা আমার কাছে পাপ। না পোষালে ছেড়ে দিন।”

মঙ্গলবার কলকাতা পুরসভার একটি অনুষ্ঠানে পৌঁছন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখান থেকে বলেন, “আমার কাছে কোনটা প্রাধান্য হওয়া উচিত? যে লোকটা রেশন পাচ্ছেন না তাঁকে বিনামূল্যে রেশন পৌঁছে দিয়ে তাঁর মুখে অন্ন তুলে দেওয়া, নাকি যিনি ৪০ হাজার টাকা বেতন পান তাঁর কেন ৬০ হাজার টাকা হচ্ছে না তা আগে দেখা? কেন্দ্রের সরকার যখন অনেক টাকা দিচ্ছে তাহলে সেখানে গিয়েই যোগ দিন।মাল্টিন্যাশনালের কোনও বাবু নই আমি। মানুষের করের টাকায় মাইনে দেওয়া হয়। মানুষের সেবা করাটাই আগে ব্রত হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পবিত্র কাজ করছে। আগের সরকার যে কাজটা করে যেতে পারেনি, সেই কাজটাই করছে মমতা বন্দ্যোপাধ্যায়।”

এই বিষয়ে বিজেপি সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “বহু লোককে না খাইয়ে রেখেছেন ওনারা। এটা ঠিক ওনাদের নেতারা ছাড়া আর কেউ খেতে পারছে না বাংলায়। আদালত এতবার বলা সত্ত্বেও পদক্ষেপ করেনি সরকার। তাই কর্মচারীরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। পুরো পরিষেবাই ভেঙে পড়ছে।”

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ ডিএ-র ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু, সরকারি কর্মচারীরা পূর্ণ ৩৫ শতাংশ ডিএ দেওয়ার দাবিতে সরব হয়েছেন। ২১-২২ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে সরকারি কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। এরপরও নিজেদের দাবিতে অনড় থেকেছে রাজ্য সরকার। গত শুক্রবার আবার ডিএ প্রদানের বিষয়ে নির্দেশিকা জারি করেছে নবান্ন। সেই নির্দেশিকায় জানানো হয়েছে আগামী ১ মার্চ থেকেই ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।

 

 

Next Article