Firhad Hakim: ‘আমার স্ত্রী, তিন কন্যা, নাতনি আছে…’, বিতর্কের মাঝে সাফাই ফিরহাদের

Firhad Hakim: ফিরহাদের বিরুদ্ধে মেইল মারফত অভিযোগ দায়ের হয় বিধাননগর কমিশনারেটে। বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে জাতীয় মহিলা কমিশনও। আর এবার সেই মন্তব্য নিয়ে সাফাই দিলেন ববি হাকিম।

Firhad Hakim: 'আমার স্ত্রী, তিন কন্যা, নাতনি আছে...', বিতর্কের মাঝে সাফাই ফিরহাদের
ফিরহাদ হাকিম। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2024 | 1:37 PM

কলকাতা: সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্র সম্পর্কে করা মন্তব্যের জেরে বিতর্কের মুখে পড়েছেন কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। ভোট প্রচারে গিয়ে লোকসভা ভোটের বিজেপি প্রার্থী সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন, তা নিয়ে ইতিমধ্যেই অভিযোগও দায়ের হয়েছে। এবার সেই মন্তব্য নিয়ে সাফাই দিলেন ফিরহাদ হাকিম।

হাড়োয়ায় উপনির্বাচনের প্রচারে গিয়ে বিজেপি নেত্রী রেখা পাত্রকে কটাক্ষ করেন তিনি। বক্তব্যের মাঝে ‘হেরো মাল’ কথাটি বলায় বিতর্ক তুঙ্গে ওঠে। মেইল মারফত অভিযোগ দায়ের হয় বিধাননগর কমিশনারেটে। বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে জাতীয় মহিলা কমিশনও। আর এবার সেই মন্তব্য নিয়ে সাফাই দিতে গিয়ে ফিরহাদ হাকিম দাবি করলেন, তিনি মাল কথাটি বিজেপিকে বলতে চেয়েছেন। মহিলা হিসেবে তিনি কোনও অপমান করেননি রেখা পাত্রকে।

ফিরহাদ বলেন, “নারীদের আমি মাতৃরূপে দেখি। রেখা পাত্রকে আমি ভদ্রমহিলা বলে সম্বোধন করেছি। হেরো ভূত, হেরো মাল- এই কথাগুলো বিজেপিকে বলেছি। তারপরও যদি কারও মনে লেগে থাকে তাহলে আমি দুঃখিত।” তিনি আরও বলেন, “আমি মহিলাদের অপমান করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারি না। আমার নেত্রী, আমার মা, আমার স্ত্রী, আমার তিন কন্যা, আমার নাতনি- সবাই নারী। আমি কোনও নারীকে অসম্মান করিনি।” তিনি উল্লেখ করেছেন, বাংলার মহিলাদের তিনি সম্মান করেন বলেই দুর্গা পুজো, কালী পুজো করেন।

অন্যদিকে, তৃণমূলের আর এক বিধায়ক মদন মিত্র ববি হাকিমকে সমর্থন করে বলেন, “বিজেপি তো মালই, এই কথা বলার মধ্যে কোনও দোষ নেই।”