Firhad Hakim: ববিকে মালা পরানো নিয়ে ঝামেলা? মেয়রের সামনেই TMC-র দুই গোষ্ঠীর ঝামেলায় ফাটল মাথা, নেতারা বললেন, ‘ধাক্কাধাক্কি হয়েছে’
Kolkata TMC Group Clash: সোমবার কলকাতা পুরসভার নিকাশি বিভাগের একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল কলকাতা পুরসভার ২ এবং ৩ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী অংশে। মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ সহ এলাকার তৃণমূল কাউন্সিলর উপস্থিত ছিলেন সেখানে।

বেলগাছিয়া: রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল। মারামারিতে জড়িয়ে পড়ল শাসকদলের কাউন্সিলরের অনুগামী ও তৃণমূল এক নেতার অনুগামীদের একাংশ। একে অপরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। মেয়র মূল মঞ্চ উঠলেও পাঁচ মিনিটের মধ্যে সেখান থেকে বেরিয়ে যান।
কী নিয়ে ঝামেলা?
সোমবার কলকাতা পুরসভার নিকাশি বিভাগের একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল কলকাতা পুরসভার ২ এবং ৩ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী অংশে। মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ সহ এলাকার তৃণমূল কাউন্সিলর উপস্থিত ছিলেন সেখানে। ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকলি সেন মেয়রকে সংবর্ধনা দেবেন বলে পৃথক মঞ্চ তৈরি করেছিলেন। ২ এবং ৩ নম্বর ওয়ার্ডের ঠিক মাঝে মাঝেই দমদমের ছানা পট্টিতে মূল মঞ্চ তৈরি করা হয়েছিল।
এরপর এ দিন ববি হাকিম যখন কাকলি সেনদের তৈরি করা মঞ্চের সামনে নামেন, তখন কাউন্সিলরের অনুগামীরা মেয়রকে মালা পরাতে যান। অভিযোগ, সেই সময় ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা আনোয়ার খানের অনুগামীরা কাকলি সেনের অনুগামীদের উপর হামলা চালায়। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাঁদের দাবি, কোনও ভাবেই মেয়রকে কাকলি সেনদের মঞ্চে উঠতে দেওয়া যাবে না। এই স্লোগান তুলে সেখানে বিক্ষোভ করতে থাকেন ওই তৃণমূল নেতার অনুগামীরা।
পাল্টা স্লোগান তোলা হয়। এরপরই দু’পক্ষ তুমুল মারপিটে জড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, মাথা ফাটিয়ে দেওয়ারও। মেয়র মূল মঞ্চ উঠলেও পাঁচ মিনিটের মধ্যে সেখান থেকে বেরিয়ে যান। যার বিরুদ্ধে অভিযোগ সেই আনোয়ার খান বলেন, “আমি তো মঞ্চের উপরেই ছিলাম। ওঁকে স্বাগত জানাচ্ছিলাম। ববিদা বললেন আমি কোনও অন্য মঞ্চে উঠব না। আমি কর্পোরেশনের অনুষ্ঠানে যাব। যদি কেউ ফুল-মালা দিতে চায় ওইখানে দেবে। এরপর আমি মঞ্চের উপর থেকে দেখলাম ববিদা আর অতীনদা হেঁটে আসছেন। আমি সেখান থেকেই ওয়েলকাম করছি।” অপরদিকে কাউন্সিলর কাকলি বলেন, “আমি স্টেজ মেনটেইন করছিলাম। আমাদের মেয়র ও ডেপুটি মেয়র হেঁটে আসছিলেন। এর বেশি কিছু বলতে পারব না। ববিদাকে কাছে পেয়ে কর্মীরা আপ্লুত হয়ে কে মেয়রের কাছে যাবেন, আর কে হাঁটবেন সেই নিয়ে উচ্ছ্বসিত ছিল। সেই কারণে ধাক্কাধাক্কি লেগে থাকতে পারে।”
তৃণমূল বিধায়ক তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ যদিও বিষয়টি গণ্ডগোল বলতে নারাজ। তিনি বলেন, “একটা ধাক্কাধাক্কি হয়েছে। রাস্তার উপর কে সামনে যাবে, কে পিছনে যাবে সেই নিয়ে একটা ঝামেলা হয়েছে।”





