কলকাতা: কালীপুজোর উদ্বোধনে গিয়েও পরোক্ষে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই তোপ দাগতে দেখা গেল রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিমকে। বাংলার বঞ্চনার কথা শোনা গেল তাঁর মুখে। বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় যাতে মা কালীর শক্তি পান, সেই প্রার্থনাই করবেন তিনি। শুক্রবার রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেনের পুজো বলে পরিচিত “পান্নালোক”-এর কালীপুজোর উদ্বোধনে গিয়ে এসে উদ্বোধনী মঞ্চ থেকেই কার্যত সেই রাজ্যের বকেয়া টাকা আর বঞ্চনার অভিযোগই তুললেন তিনি।
শান্তনু সেনকে পাশে নিয়ে এদিন ফিরহাদ হাকিম বলেন, “সবাই প্রার্থনা করুন যাতে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে শক্তি দেন মা। যাতে মমতা বন্দ্যোপাধ্য়ায় বাংলার বঞ্চনার বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যেতে পারেন।” মঞ্চ থেকেই আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগের কথা মনে করিয়ে দিয়েছেন ফিরহাদ। তিনি বলেন, “আমরা যারা শহরে থাকি, বঞ্চনা কী সেটা বুঝতে পারি না সবসময়। কিন্তু বাংলাকে যেভাবে বঞ্চনা করা হচ্ছে, তা কোনও মানুষ করতে পারে না।”
একই সঙ্গে নাম না করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান ফিরহাদ। মানুষের মধ্যে বিভেদ ঘটানো হচ্ছে বলে দাবি করেন তিনি। ফিরহাদ বলেন, জগতের মা যদি তিনি হয়ে থাকেন, তাহলে মায়ের সৃষ্টিই তো আমরা সবাই। সবাই ভাই-বোন। আমাদের মধ্য়ে কেন বিভেদ আসবে।