Murder: ভরসন্ধ্যায় রাজারহাটে গুলিতে ঝাঁঝরা যুবক, একেবারে সামনে থেকে ‘খুন’

Ranjit Dhar | Edited By: সায়নী জোয়ারদার

Jul 20, 2023 | 9:44 PM

Bidhannagar: পরিবারের দাবি, ওষুধ কিনতে গিয়েছিলেন ওই যুবক। সঙ্গে নিজের গাড়ি ছিল। গাড়ির ভিতরেই তাঁকে গুলি করা হয়।

Murder: ভরসন্ধ্যায় রাজারহাটে গুলিতে ঝাঁঝরা যুবক, একেবারে সামনে থেকে খুন
নারায়ণপুরে গুলি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ভরসন্ধ্যায় একের পর এক গুলি। রাজারহাট নারায়ণপুর ফায়ার স্টেশনের সামনে গুলিতে ঝাঁঝরা এক যুবকের দেহ। নিহতের নাম দেবজ্যোতি ঘোষ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর কমিশনারেটের পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায়, নারায়ণপুর থানা এলাকার নারায়ণপুর স্পোর্টিং ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। সূত্রের খবর, একাধিক বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। সেই সময় অন্য একটি গাড়িতে ছিলেন দেবজ্যোতি। তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। সূত্রের খবর, একাধিক গুলির আঘাত নিয়ে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে, দেবজ্যোতি ঘোষ প্যারলে মুক্ত। নিয়মিত তাঁকে নারায়ণপুর থানায় হাজিরা দিতে হতো।

দেবজ্যোতির দিদি তানিয়া দে বলেন, “ভাই বাড়িতেই ছিল। ওষুধ কিনতে বেরোয়। আমাকে ফোনও করে। তারপর আর কোনও কথা হয়নি। পরে শুনলাম ভাইয়ের গুলি লেগেছে। আমাদের হাসপাতালের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। বুঝতে পারছি না কিছুই। বাড়িতে ওর স্ত্রী, চারদিনের বাচ্চা আছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, অন্ধকার থাকলেও এলাকায় কখনও এ ধরনের ঘটনা ঘটেনি। খুবই শান্ত এলাকা। স্থানীয় বাসিন্দা বরুণ বসাক বলেন, “আমি এই গলিতেই থাকি। সবে বাড়ি ঢুকেছি। হঠাৎ শুনি বিকট আওয়াজ। তবে অতটা বুঝতে পারিনি। পরে এসে শুনলাম মার্ডার। কী করে হল জানি না। সামনে সিআইএসএফ ক্যাম্পও আছে। আমরা তো খুবই ভয় পেয়ে গিয়েছি। এখানে প্রায়শই অন্ধকার থাকে। ক্লাবে বারবার বলেছি আলোর ব্যবস্থা করে দিতে। ওরা তো কিছু করে না। চোর হোক বা খুনি সুযোগ তো পাবেই। আমি তো শুনলাম চারটে গুলি চলেছে। স্পটডেথ।” নারায়ণপুর গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। দেবজ্যোতি ঘোষের সঙ্গেই গাড়িতে ছিলেন শুভ নামে এক যুবক। তাঁকেই জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

Next Article