কলকাতা: সমুদ্রে নামতে পারবে না মৎস্যজীবীরা। এমনই সতর্কবার্তা দেওয়া হল আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। শুক্রবার উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। এছাড়া আগামী শনিবার তেকে সোমবার পর্যন্ত উত্তর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।
হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে যা উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি মূলত উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে বলে জানা গিয়েছে। আগামী দু-তিন দিনে এটি আরও সক্রিয় হবে বলেও জানা গিয়েছে।
শুক্রবার থেকেই বদলে যাচ্ছে আবহাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণটি বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি সহ কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার কলকাতায় আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার অর্থাৎ ২১ জুলাই দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রবল বৃষ্টির কথা বলেছেন আবহাওয়াবিদরা। মূলত মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি বা দফায় দফায় বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে অবশ্য শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কম। তবে শনিবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ওপরের দিকের পাঁচ জেলায়। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়।