AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Local train running from Sealdah: শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য বিরাট সুখবর! একধাক্কায় বেড়ে যাচ্ছে লোকালের সংখ্যা

Sealdah: শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, অফিস টাইমে বাড়তি ভিড় থাকে। প্রচুর মানুষ ট্রেনে যাতায়াত করেন। সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল সূত্রে খবর, পাঁচটি নতুন ইএমইউ লোকাল চলবে দমদম ক্যান্টনমেন্ট শাখায়।

New Local train running from Sealdah: শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য বিরাট সুখবর! একধাক্কায় বেড়ে যাচ্ছে লোকালের সংখ্যা
যাত্রীদের জন্য সুখবর।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jun 10, 2025 | 8:20 PM

কলকাতা: ব্যস্ত সময়ে ট্রেনে অত্যন্ত ভিড়। যাতায়াতে মারাত্মক অসুবিধা যাত্রীদের। সেই কথা মাথায় রেখেই এবার শিয়ালদহ শাখায় আরও পাঁচটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ শাখায় এই পাঁচটি ট্রেন চলবে।

শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, অফিস টাইমে বাড়তি ভিড় থাকে। প্রচুর মানুষ ট্রেনে যাতায়াত করেন। সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল সূত্রে খবর, পাঁচটি নতুন ইএমইউ লোকাল চলবে দমদম ক্যান্টনমেন্ট শাখায়।

রেল সূত্রে জানা গিয়েছে, সকাল ৭টা বেজে ৪১ মিনিটে একটি ট্রেন বনগাঁ থেকে ছাড়বে। তারপর সেটি সকাল ৯টা বেজে ১৬ মিনিটে পৌঁছবে দমদম ক্যান্টনমেন্টে।

আর একটি ট্রেন দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে সকাল ৯টা বেজে ৪৫ মিনিটে। সকাল ১০টা বেজে ১৫ মিনিট নাগাদ সেটি পৌঁছবে বারাসতে।

আবার একটি ট্রেন বিকেল ৫টা বেজে ৩৭ মিনিটে ছাড়বে বারাসত থেকে। সেটি পৌঁছবে সন্ধে ছ’টায় দমদম ক্যান্টনমেন্টে।

একটি ট্রেন সন্ধে ৬টা বেজে ২৬ মিনিটে ছাড়বে দমদম ক্যান্টনমেন্ট থেকে। সেটা ৮টা বেজে ১০ মিনিটে পৌঁছবে বনগাঁয়।

সন্ধে ৮টা বেজে ২০ মিনিটে একটি ট্রেন ছাড়বে বনগাঁ থেকে। বারাসতে পৌঁছবে ৯টা বেজে ২৫ মিনিটে।

উল্লেখ্য, শিয়ালদহ শাখায় প্রতিদিন প্রায় গড়ে ৯০০ টি লোকাল ট্রেন চলে। এর আগে ভিড় সামলাতে এবার শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ-নামখানা, বালিগঞ্জ-ক্যানিং ও বালিগঞ্জ-সোনারপুর শাখায় বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল শিয়ালদহ দক্ষিণ শাখা। এরই মধ্যে এবার আরও পাঁচটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।