TMC in Delhi: ‘ট্রেন বাতিল করে শান্তি হয়নি’, বিমান বাতিল হতেই তোপ কুণালের, ‘৮০০ কোটি আছে তো’, খোঁচা শুভেন্দুর

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 01, 2023 | 9:24 AM

TMC in Delhi: প্রসঙ্গত, দলের নির্দেশ রয়েছে ১ অক্টোবরের মধ্যে রাজধানীতে পৌঁছাতে হবে সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতিদের। ২-৩ অক্টোবর দিল্লিতে তাঁদের কেন্দ্র-বিরোধী কর্মসূচি। সেই মতোই ছিল প্রস্তুতি। তারমধ্যে বাতিল বিমান।

TMC in Delhi: ‘ট্রেন বাতিল করে শান্তি হয়নি’,  বিমান বাতিল হতেই তোপ কুণালের, ‘৮০০ কোটি আছে তো’, খোঁচা শুভেন্দুর
শোরগোল রাজনৈতিক মহলে

Follow Us

কলকাতা: ট্রেন না কলকাতা থেকে বাসেই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন একাংশের তৃণমূলের কর্মী সমর্থকেরা। অন্যদিকে বেশ কিছু উপরতলার নেতাদের বিমানেও দিল্লি যাওয়ার কথা ছিল। সে ক্ষেত্রেও তৈরি হয়েছে সমস্যা। রবিবার পৌনে সাতটার বিমান বাতিল করে দিয়েছে ভিস্তারা। ওই বিমানেই শতাধিক তৃণমূল নেতার যাওয়ার কথা ছিল বলে খবর। তা নিয়ে তৈরি হয়েছে নয়া তরজা।

প্রসঙ্গত, দলের নির্দেশ রয়েছে ১ অক্টোবরের মধ্যে রাজধানীতে পৌঁছাতে হবে সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতিদের। ২-৩ অক্টোবর দিল্লিতে তাঁদের কেন্দ্র-বিরোধী কর্মসূচি। সেই মতোই ছিল প্রস্তুতি। কিন্তু, ট্রেনের পর বিমান বাতিলের খবরে সকলেই বেশ খানিকটা বিপাকে পড়েছেন। সূত্রের খবর, এই বিমানে ১২০ জন যাত্রীর যাওয়ার কথা ছিল। বিমান সংস্থার তরফে দাবি করা হয়েছে যান্ত্রিক ক্রুটির কারণেই এই বিমান বাতিল করতে বাধ্য হয়েছেন তাঁরা। যদিও এর পিছনে অন্য গন্ধ পাচ্ছে ঘাসফুল শিবির। বিতর্ক উস্কে দিয়ে তৃণমূল নেতারা বলছেন, যতই চেষ্টা করা হোক না কেন, কোনওভাবেই তাঁদের দিল্লি যাত্রা আটকানো যাবে না। 

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “ট্রেন বাতিল করেও শান্তি হয়নি। ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের দিল্লি অভিযানকে এতটাই ভয় পাচ্ছে যে এবার প্লেন বাতিল করাতে শুরু করেছে। একটা প্লেন বাতিল হয়েছে। যাতে প্রায় শতাধিক তৃণমূল নেতাদের যাওয়ার কথা ছিল। আচমকা এই বিমান বাতিল করা হয়েছে। কিন্তু, নির্দিষ্ট দিনেই আমাদের কর্মসূচি হবে।” পাল্টা খোঁচা দিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “তৃণমূল কংগ্রেসের মালিকেরা তাজ কোম্পানির চাটার্ড ফ্লাইটে যাতায়াত করেন। তাঁরা হচ্ছে ভারতবর্ষের তৃতীয় ধনী রাজনৈতিক দল। এই মুহূর্তে অন্তত আটশো কোটি টাকা তাঁদের পার্টি ফান্ডে জমা হয়ে আছে। তাই চাটার্ড প্লেনে কেন কর্মীদেন নিয়ে যাবে না? আমার তো মনে হয় ২০টা চাটার্ড প্লেন ভাড়া করে যাতায়াত আরও সুবিধা হতো। বড় বড় প্রাইভেট জেট ভাড়া করলে একসঙ্গে আড়াইশো তিনশোজন চলে যেত।”  

Next Article