West Bengal Fog: সংক্রান্তির সকালে বাংলায় শূন্যে নামল দৃশ্যমানতা, ২৪ ঘণ্টা পরই বদলে যাবে আবহাওয়া

Kaamalesh Chowdhury | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 15, 2024 | 8:23 AM

West Bengal Fog: মঙ্গলবার থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হবে বৃষ্টি। আগামী ১৭ ও ১৮ জানুয়ারি সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জানা যাচ্ছে, মেঘ ঢুকলে ঠাণ্ডা কমবে, আরও বাড়বে তাপমাত্রা।

West Bengal Fog: সংক্রান্তির সকালে বাংলায় শূন্যে নামল দৃশ্যমানতা, ২৪ ঘণ্টা পরই বদলে যাবে আবহাওয়া
কুয়াশায় ঢেকেছে রাস্তা
Image Credit source: TV9 Bangla

Follow Us

বীরভূম: সোমবার মকর সংক্রান্তির দিন রাজ্য জুড়ে গঙ্গায় পুণ্যস্নানে ব্যস্ত হাজার হাজার মানুষ। গঙ্গা সাগরের পাশাপাশি বিভিন্ন জেলায় ভোর থেকে শুরু হয়ে গিয়েছে স্নান। আর এদিনই ঘন কুয়াশার চাদরে ঢাকল উত্তর থেকে দক্ষিণ। কোথাও কোথাও দৃশ্যমানতা পৌঁছল শূন্যতেও। রাস্তায় একটি গাড়ি থেকে সামনের গাড়িকেও দেখা যাচ্ছে না, এমনই পরিস্থিতি। কোচবিহার, জলপাইগুড়ি থেকে কলকাতা সর্বত্র একই অবস্থা। সকাল ৭ টার পরও সূর্যের দেখা মিলল না এখনও। এছাড়া গত কয়েকদিনে তাপমাত্রা নেমেছে অনেকটাই। হাড় কাঁপানো হিমেল হাওয়া বইছে বহু জায়গায়। মঙ্গলবার আবহাওয়া বদলে যাবে অনেকটাই, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও।

শিলিগুড়িতে দৃশ্যমানতা নেমেছে শূন্যে, কলকাতায় দৃশ্যমানতা ২৫ মিটার, ডায়মন্ড হারবার দৃশ্যমানতা ৫০ মিটার, কোচবিহার দৃশ্যমানতা ২০০ মিটার। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।

জানা গিয়েছে, মঙ্গলবার থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হবে বৃষ্টি। আগামী ১৭ ও ১৮ জানুয়ারি সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জানা যাচ্ছে, মেঘ ঢুকলে ঠাণ্ডা কমবে, আরও বাড়বে তাপমাত্রা। ঘন কুয়াশা চাদরে ঢেকেছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরও। রাত আড়াইটায় দৃশ্যমানতা নেমে যায় ২৫ মিটারে। ভোর সাড়ে পাঁচটায় দৃশ্যমানতা পৌঁছয় ১৫০ মিটারে। সকাল ৮ টায় দৃশ্যমানতা ৩০০ মিটারে পৌঁছে যায়।