স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য, খাবার খাচ্ছেন- কথাও বলছেন, সাড়া দিচ্ছেন চিকিৎসায়!

স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। তাঁর শরীরে রক্তচাপ স্বাভাবিক, রক্তপরীক্ষার ফলাফলও সন্তোষজনক।

স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য, খাবার খাচ্ছেন- কথাও বলছেন, সাড়া দিচ্ছেন চিকিৎসায়!
ফাইল ছবি

May 30, 2021 | 11:24 AM

লকাতা: স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। তাঁর শরীরে রক্তচাপ স্বাভাবিক, রক্তপরীক্ষার ফলাফলও সন্তোষজনক। রক্তে অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশ। তবে শুকনো কাশি রয়েছে বুদ্ধবাবুর। স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন, কথাও বলছেন।

পাঁচ দিন আগে বুদ্ধদেববাবুকে যে অবস্থায় উজল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখান থেকে তাঁর শারীরিক অবস্থার বেশ খানিকটা উন্নতি হয়েছে। তিনি সিওপিডি-তে আক্রান্ত। তাই এখনও বাইপ্যাপেই রয়েছেন। প্রতি মিনিটে ৩ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে। কিছুদিন আগেই তাঁর রক্তে শর্করার পরিমাণ কমে গিয়েছিল। সেই অবস্থারও উন্নতি হয়েছে।

রক্তে তাঁর শর্করার পরিমাণ এখন স্বাভাবিক রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। রেমডিসিভির কোর্স সম্পূর্ণ হয়ে গিয়েছে। তাঁর শরীরে রেমডিসিভির কী প্রভাব পড়ল, সেগুলি এখন চিকিৎসকরা পরীক্ষা করে দেখছেন। বুদ্ধবাবুর বুকে ‘কফ’ রয়েছে। তাই বুকে এক্স-রে করা হতে পারে।

আরও পড়ুন: আগামী সোমবার থেকে ষাটোর্ধ্ব ও ৪৫ বছর বয়সীদের টিকাকরণের ক্ষেত্রে নয়া নিয়ম কলকতা পুরসভার!

গত ১৮ মে করোনা আক্রান্ত হন বুদ্ধবাবু। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। গত মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মাঝে তাঁর শারীরিক অবস্থা নিয়ে সামান্য উদ্বেগ দেখা দিলেও ফের চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। এদিকে, হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পরও ফের উৎকন্ঠায় অসুস্থ হয়ে পড়েন মীরা ভট্টাচার্য। তাঁকেও ফের ভর্তি করা হয় উডল্যান্ডস হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তাঁর অবস্থাও স্থিতিশীল।