AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Former IPS officer Prasun Banerjee: IPS থেকে স্বেচ্ছাবসর নিয়ে যোগ দিয়েছিলেন তৃণমূলে, সেই প্রসূন এবার পেলেন বড় ‘উপহার’

Former IPS officer Prasun Banerjee: লোকসভা ভোটের আগে স্বেচ্ছাবসর নিয়ে তৃণমূলে যোগ দেওয়ায় বিরোধীরা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তাঁরা অভিযোগ করেন, পুলিশ অফিসার থাকাকালীন শাসকদলের হয়ে কাজ করার পুরস্কার পেয়েছেন প্রসূন।

Former IPS officer Prasun Banerjee: IPS থেকে স্বেচ্ছাবসর নিয়ে যোগ দিয়েছিলেন তৃণমূলে, সেই প্রসূন এবার পেলেন বড় 'উপহার'
প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়
| Edited By: | Updated on: Dec 17, 2024 | 7:00 PM
Share

কলকাতা: ছিলেন আইপিএস অফিসার। লোকসভা ভোটের আগে চাকরি থেকে স্বেচ্ছাবসর নেন। তারপরই যোগ দেন তৃণমূলে। লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে মালদা উত্তরে প্রার্থীও হয়েছিলেন। জিততে পারেননি। এবার রাজ্য পুলিশের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হলেন প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকেই লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হলেন তিনি।

লোকসভা ভোটের আগে স্বেচ্ছাবসর নিয়ে তৃণমূলে যোগ দেওয়ায় বিরোধীরা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তাঁরা অভিযোগ করেন, পুলিশ অফিসার থাকাকালীন শাসকদলের হয়ে কাজ করার পুরস্কার পেয়েছেন প্রসূন। রায়গঞ্জ রেঞ্জের আইজি ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তাঁর নাম তৃণমূল ঘোষণা করার পর কটাক্ষ করেছিলেন বিজেপি নেতা অমিত মালব্য। এক্স হ্যান্ডলে লিখেছিলেন, বাংলার পুলিশ কতটা পক্ষপাতদুষ্ট, তার বড় উদাহরণ প্রসূন বন্দ্যোপাধ্যায়। পদত্যাগ করার একদিন পরই প্রার্থী হয়েছেন। এর থেকে বোঝা যায়, পুলিশ অফিসার হিসেবে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আজ্ঞাবহ ছিলেন তিনি।

নির্বাচনে অবশ্য বিজেপির খগেন মুর্মুর কাছে হেরে যান প্রাক্তন আইপিএস প্রসূন। ৭৭ হাজারের বেশি ভোটে পরাজিত হন তিনি। লোকসভা নির্বাচনের মাস ছয়েক পর এবার রাজ্য পুলিশের লিগ্যাল অ্যাডভাইজার হলেন প্রাক্তন এই আইপিএস।