Sandip Ghosh on Bail: জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ

Sandip Ghosh on Bail: জামিন পেয়ে গেলেন আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জামিন পেয়ে গেলেন টালা থানার প্রাক্তন আইসি অভিজিৎ মণ্ডলও। ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে দু’জনকে জামিন দিল আদালত।

Sandip Ghosh on Bail: জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ
সন্দীপ ঘোষImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2024 | 4:35 PM

কলকাতা: ৯০ দিনের মাথাতেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। তিলোত্তমার ধর্ষণ-খুনের মামলায় জামিন পেয়ে গেলেন আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জামিন পেয়ে গেলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও। ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে দু’জনকে জামিন দিয়েছে আদালত। 

জামিন পেলেও দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত। সেই শর্ত মানলে তবেই অভিজিৎ মণ্ডলের জেলমুক্তি হবে বলে জানা যাচ্ছে। কিন্তু, সন্দীপ ঘোষের জেলমুক্তি এখনই সম্ভব নয় বলে জানা যাচ্ছে। কারণ তাঁর বিরুদ্ধে চলছে আরজি করের দুর্নীতি মামলাও। সেই মামলায় সন্দীপ ঘোষকে থাকতে হচ্ছে জেলেই। প্রসঙ্গত, সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে তিলোত্তমার খুন-ধর্ষণ কাণ্ডে তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগ এনেছিল সিবিআই। 

এই খবরটিও পড়ুন

পাশাপাশি মামলায় প্রভাব খাটানোর অভিযোগও একাধিকবার সামনে এসেছে। কিন্তু, এদিন শুনানিতে দেখা যায় দুই অভিযুক্তকেই হেফজতে নিতে চাইল না সিবিআই। তারপরেই জামিনের সম্ভাবনা তীব্র হতে থাকে। এদিকে চার্জশিট জমা দেওয়ার নির্ধারিত ৯০ দিনের সময় এদিনই পেরিয়ে গিয়েছে। অবশেষে জামিন পেলেন সন্দীপ-অভিজিৎ। এদিকে এই খবর সামনে আসতেই সিবিআইয়ের ভূমিকা হতাশা প্রকাশ করতে দেখা গেল তিলোত্তমার বাবাকে। সাফ বললেন, “ওরা যে তদন্ত ঠিক পথে করছেন না তার প্রমাণ পাওয়া গেল। উচ্চ আদালতে যেতে হবে এবার।”