কলকাতা: কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন বিজেপির (BJP) চার বিধায়ক। তালিকায় রয়েছেন মিহির গোস্বামী, শঙ্কর ঘোষ, শিখা চট্টোপাধ্যায় ও আনন্দময় বর্মন। তাঁদের বক্তব্য, জনগণই নিরাপত্তা দেন। তাই আলাদা করে কেন্দ্রীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা নেই। মানুষের নিরাপত্তাই জন প্রতিনিধিদের জন্য যথেষ্ট।
কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রীকে রীতিমত চিঠি দিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়ার কথা জানান একুশের বিধানসভা ভোটে বিজেপির হেরে যাওয়া প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। একটি ভিডিয়ো প্রকাশ করে সে সময় লকেট জানিয়েছিলেন, তাঁর দলের কর্মী-মহিলারা এ রাজ্যে সুরক্ষিত নন। তাই তিনিও কোনও আলাদা নিরাপত্তা চান না। মানুষই তাঁর নিরাপত্তা দেবে। এবার সে সুরই শোনা গেল আনন্দময় বর্মন, শঙ্কর ঘোষ, মিহির গোস্বামী ও শিখা চট্টোপাধ্যায়ের গলায়। এই চারজনই উত্তরবঙ্গের বিধায়ক।
যদিও ইতিমধ্যেই বিজেপির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাঁরা বিধায়ক তাঁরা প্রত্যেকেই কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন। ভোটের আগে দল বদলে বিজেপিতে যোগ দেওয়ার পর যে সমস্ত প্রার্থীকে নিরাপত্তা দেওয়া হয়েছিল তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এ ক্ষেত্রে একমাত্র ব্যতীক্রম রুদ্রনীল ঘোষ। ভোটে হারলেও এখনই কেন্দ্রীয় নিরাপত্তা খোয়াচ্ছেন না ভবানীপুরে বিজেপির প্রার্থী।
আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের ফেরাতে কমিটি গড়ল হাইকোর্ট
প্রসঙ্গত, এই নিরাপত্তারক্ষীদের রাখতে গেলে তার সমস্ত খরচ নিজেকেই বহন করতে হয়। থাকা-খাওয়া থেকে সমস্ত খরচ ওই নেতাকেই নিতে হয়। এই খরচ যথেষ্ট ব্যয়বহুল। অনেকেই তা করতে পারছেন না বলেই খবর। সে কারণেও অনেকে নিরাপত্তা ছেড়ে দিতে চাইছেন বলে খবর।