কলকাতা: সেনা কর্মীর পরিচয় দিয়ে সল্টলেক ডিএল ব্লকের বৃদ্ধকে প্রতারণার অভিযোগ। মধ্যপ্রদেশের উজ্জয়ন থেকে গ্রেফতার অভিযুক্ত অভিষেক মাকওয়ানা। গ্রেফতার করল বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ২০২৩ সালের জানুয়ারি মাসে, বাড়ি ভাড়া দেওয়ার বিজ্ঞাপন ফেসবুকে দেন সল্টলেক ডি এল ব্লকের বাসিন্দা সুশীল কুমার।
অভিযোগ, বিজ্ঞাপন দেখে নিজেকে সেনা কর্মী পরিচয় দিয়ে তাঁকে ফোন করেন অভিষেক নামে ওই ব্যক্তি। ওই ব্যক্তি বাড়ি ভাড়া নিতে আগ্রহ প্রকাশ করেন। নিজের চাকরিতে ট্রান্সফার হওয়ার কারণ দেখান। অভিযোগ তিনি বৃদ্ধকে জানান, সল্টলেকেই বাড়ি ভাড়া খুঁজছে। এরপরেই তাদের সঙ্গে কথোপকথন হয়, এবং ওই ব্যক্তি বৃদ্ধ অনলাইন ট্রানজেকশনের জন্য কিউ আর কোড পাঠাতে বলেন।
সেই মতো বৃদ্ধ তাঁকে নিজের কিউআরকোড পাঠান। এরপরই বৃদ্ধের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দেড় লক্ষ টাকা উধাও হয়ে যায়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বৃদ্ধ বিধান নগর সাইবার থানায় দায়ের করেন। ফেব্রুয়ারি মাসে তিনি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সাইবার ক্রাইম থানার পুলিশ।
মধ্যপ্রদেশের উজ্জয়ন থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত অভিষেক মাকওয়ানা। তাঁকে চার দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় বিধাননগর সাইবার ক্রাইম থানায়। অভিযুক্তকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে এবং পুলিশ খতিয়ে দেখবে এই ঘটনার সঙ্গে কোনও চক্র জড়িত রয়েছে কি না।