Fraud Case: নিয়োগ দুর্নীতিতে জড়ানো তৃণমূল প্রাক্তনীর ‘প্রাইভেট থানা’, এবার আরও বড় জালিয়াতি
Fraud Case: বিভাসের থানায় তল্লাশি চালিয়ে মিলেছে আন্তর্জাতিক প্রচুর ভুয়ো স্বীকৃতি আইডি কার্ড। তদন্তকারীরা জানতে পেরেছেন, বিভাসের থানায় নিজেরাই মামলা রুজু করতেন তাঁরা। এরপর তদন্তের নামে অভিযুক্তদের ডেকে নিজেরাই টাকা তুলতেন। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল এই বিভাসের। সিবিআই-ইডি তল্লাশি চালায় তাঁর বাড়ি ও অফিসে।

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম উঠে এসেছিল বীরভূমের নলহাটির ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের তদন্তের প্রশ্নের মুখেও পড়েন তিনি। এবার আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার নামে ‘থানা’ খুলে প্রতারণার অভিযোগ। অভিযোগ, বিভিন্ন মামলার তদন্ত করার নামে টাকা তুলতেন। ওয়েবসাইট খুলে চলতো অনুদান নেওয়া। এবার উত্তর প্রদেশের নয়ডা থেকে বিভাস অধিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। কেবল বিভাসই নয়, তাঁর ছেলে-সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিভাসের থানায় তল্লাশি চালিয়ে মিলেছে আন্তর্জাতিক প্রচুর ভুয়ো স্বীকৃতি আইডি কার্ড। তদন্তকারীরা জানতে পেরেছেন, বিভাসের থানায় নিজেরাই মামলা রুজু করতেন তাঁরা। এরপর তদন্তের নামে অভিযুক্তদের ডেকে নিজেরাই টাকা তুলতেন। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল এই বিভাসের। সিবিআই-ইডি তল্লাশি চালায় তাঁর বাড়ি ও অফিসে।
বীরভূমে তাঁর বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত বছর এপ্রিল মাসে বীরভূমের নলহাটিতে বিভাসের বাড়ি এবং আশ্রমেও তল্লাশি চালান সিবিআইয়ের তদন্তকারীরা। সেখান থেকে প্রচুর নথি বাজেয়াপ্ত হয়। প্রাসদপম তাঁর আশ্রমের নেপথ্যেও একাধিক দুর্নীতির টাকা রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা সেসময় অভিযোগ তোলেন।

