Jamtara of Bengal: হাত পাকিয়ে সাইবার জালিয়াতিতে সাবালক! বাংলার বুকে এক টুকরো জামতাড়া চোপড়া?

Nov 27, 2024 | 5:24 PM

Jamtara of Bengal: সাইবার জালিয়াতিতে বাংলা কাঁপাচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়া। ট্যাবের টাকা জালিয়াতিকাণ্ডে লালবাজারের তদন্তে নাম উঠে এসেছে বিহার ও বাংলাদেশ লাগোয়া চোপড়ার প্রত্যন্ত এলাকার নাম। গ্রেফতারির সংখ্যাতেও এগিয়ে এই চোপড়া। ঠিক কী চলছে সেখানে?

Jamtara of Bengal: হাত পাকিয়ে সাইবার জালিয়াতিতে সাবালক! বাংলার বুকে এক টুকরো জামতাড়া চোপড়া?
ত্রাস যখন চোপড়া!
Image Credit source: TV 9 Bangla

Follow Us

রূপক ঘোষ ও প্রসেনজিৎ চৌধুরী কখনও এটিএমের পিন জেনে টাকা হাতানো, কখনও সেক্সটরশন, কখনও হাতিয়ার সোশ্যাল মিডিয়া। বিগত কয়েক বছরে কার্যত গোটা দেশের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে একটাই নাম, ‘জামতাড়া’। ঝাড়খণ্ডের এই ছোট্ট এলাকার ছেলেপুলেদের দাপটে কার্যত নাভিশ্বাস উঠেছে গোটা দেশের। অন্তর্জালের জাল ছড়িয়ে প্রযুক্তির অগ্রগতিকে ‘আশীর্বাদরূপে’ গ্রহণ করেছে ‘জামতাড়া গ্যাং’। আর তাঁদের অভিশাপেই সর্বস্ব খুইয়ে নিঃস্ব হয়ে পথে বসেছে হাজার হাজার মানুষ। আত্মহত্যার ঘটনাও ঘটেছে। চোর-পুলিশের খেলাও চলেছে। কিন্তু, তাতে কী! কালো টাকায় পকেট দিনে দিনে আরও ফুলেছে জামতাড়ার ছেলে-ছোকরাদের। এবার যেন বাংলার বুকেই এবার মিনি ‘জামতাড়া গ্যাং’। অনেকেই বলছেন, বাংলার মিনি জামতাড়া চোপড়াই। ট্যাব জালিয়াতিতে বিগত কয়েকদিনে যেভাবে চোপড়ার নাম জড়িয়েছে তা দেখে এ কথা বলছেন অনেকেই। ট্যাবের টাকা জালিয়াতি কাণ্ডে লালবাজারের তদন্তে বারবার উঠে এসেছে বিহার ও বাংলাদেশ লাগোয়া চোপড়ার নাম। কেন ‘কুখ্যাত’ চোপড়া? সংখ্যালঘু স্কলারশিপের টাকা জালিয়াতিতেও নাম উঠেছিল চোপড়ার। চোপড়ার নাম জড়িয়েছিল আধার কার্ড জালিয়াতিতেও। সংখ্যালঘু স্কলারশিপের টাকা অন্য অ্যাকাউন্টে তুলে নেওয়ার ক্ষেত্রেও নাম ছিল সেই চোপড়ার। চোপড়ায়...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন