Kolkata Airport: বিমানের ভিতর যাত্রী যা করছেন…! কলকাতা বিমানবন্দরে তুমুল হইচই

Ranjit Dhar | Edited By: সায়নী জোয়ারদার

Jun 20, 2024 | 9:57 PM

Kolkata Airport: বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ ও সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের আধিকারিকরা ঘটনাস্থলে যান। তাঁকে বুঝিয়ে ঠান্ডা করার চেষ্টা করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুপুর সাড়ে তিনটে নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে ওই বিমান উড়ান নেয়। বিমানে ছিলেন ৮৭ জন যাত্রী, ৪ জন কেবিন ক্রু।

Kolkata Airport: বিমানের ভিতর যাত্রী যা করছেন...! কলকাতা বিমানবন্দরে তুমুল হইচই
প্রতীকী চিত্র।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বিমানে ছিল না পর্যাপ্ত জ্বালানি। তার জেরেই উড়ানে বিলম্ব। তাতেই ক্ষোভে ফেটে পড়েন এক যাত্রী। অভিযোগ, বিমানের ভিতরেই তুমুল ঝামেলা শুরু হয়। চিৎকার চেঁচামেচিতে অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি।

কলকাতা থেকে গুয়াহাটিগামী স্পাইস জেটের এসজি ৩৬৫১ বিমানটি গুয়াহাটির উদ্দেশে যাওয়ার কথা ছিল। সেই সময় ট্যাক্সিবে থেকে রানবের দিকে যাওয়ার সময় পাইলটের নজরে আসে বিষয়টি। দেখেন, বিমানে প্রয়োজনীয় জ্বালানি নেই।

এরপরই তিনি বিমানটি ঘুরিয়ে বে নম্বর ২৩-এ নিয়ে আসেন। অভিযোগ, বিমান ঘোরাতেই বিমানে থাকা এক যাত্রী হইচই শুরু করেন। অশালীন ভাষায় চিৎকার করতে থাকেন। বিমানের মধ্যে শুরু হয় তুমুল হইচই। সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের কেবিন ক্রু খবর দেয় সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের আধিকারিকদের।

এরপরই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ ও সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের আধিকারিকরা ঘটনাস্থলে যান। তাঁকে বুঝিয়ে ঠান্ডা করার চেষ্টা করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুপুর সাড়ে তিনটে নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে ওই বিমান উড়ান নেয়। বিমানে ছিলেন ৮৭ জন যাত্রী, ৪ জন কেবিন ক্রু।

Next Article