Saline: স্যালাইনের বোতলে সাদা সাদা ওগুলো কী ভেসে বেড়াচ্ছে! ন্যাশনালের প্রসূতি বিভাগেও বিতর্ক

Sourav Dutta | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 20, 2025 | 9:17 AM

Saline: জুনিয়র ডাক্তারদের অভিযোগ, 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস'-এর ওষুধ ও ছত্রাক নিষিদ্ধ হয়ে যাওয়ার পর যে নতুন সংস্থাকে বরাত দেওয়া হয়েছে, তাদের স্যালাইনেও মিলছে ছত্রাক।

Saline: স্যালাইনের বোতলে সাদা সাদা ওগুলো কী ভেসে বেড়াচ্ছে! ন্যাশনালের প্রসূতি বিভাগেও বিতর্ক
স্যালাইনে ছত্রাক!
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: মেদিনীপুর মেডিক্যাল কলেজের স্যালাইন-কাণ্ডের ছায়া এখনও কাটেনি। এক সপ্তাহের বেশি সময় কেটে যাওয়ার পরও চিকিৎসাধীন অসুস্থ প্রসূতিরা। সদ্য জন্মানো সন্তানদের পাশে নেই তাদের মা। রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে, ইতিমধ্যেই ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস’-এর স্যালাইন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবার সেই একই বিতর্ক মাথাচাড়া দিল খাস কলকাতার মেডিক্যাল কলেজে।

রবিবার রাতে ন্যশনাল মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে রিঙ্গার ল্যাকটেটের যে একটি বোতলে ফের মিলেছে ছত্রাক! বোতল দেখে এমনটাই সন্দেহ প্রকাশ করছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি, নতুন ব্যাচের যে স্যালাইন এসেছে, তাতেও মিলেছে ছত্রাক। বোতলটি হাতে নিলেই বোঝা যাচ্ছে, তার মধ্যে সাদা সাদা কিছু ঘুরে বেড়াচ্ছে।

জুনিয়র ডাক্তারদের অভিযোগ, ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস’-এর ওষুধ ও ছত্রাক নিষিদ্ধ হয়ে যাওয়ার পর যে নতুন সংস্থাকে বরাত দেওয়া হয়েছে, তাদের স্যালাইনেও মিলছে ছত্রাক। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, প্রশ্ন উঠেছে এইভাবে প্রসূতিদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন!

তবে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনায় ডাক্তারদের গাফিলতি নিয়েও প্রশ্ন উঠেছে। সিনিয়র চিকিৎসকদের উপস্থিতি সে দিন ছিল না বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ৬ চিকিৎসকের নামে এফআইআর দায়ের হয়েছে।

Next Article