কলকাতা: ১৬৪ দিনের অপেক্ষা। কী সাজা হবে আরজি করে দোষীসাব্যস্ত সিভিক ভলান্টিয়ারের? শনিবার শিয়ালদহ আদালত ধৃত সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করার পরই থেকেই জল্পনা শুরু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় সাজা ঘোষণা করবেন বিচারক।
গত বছরের ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে ‘তিলোত্তমা’র দেহ উদ্ধার হয়েছিল। ২৪ ঘণ্টার মধ্যে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার পায় সিবিআই। শিয়ালদহ আদালতে সঞ্জয়কেই মূল অভিযুক্ত বলে উল্লেখ করে চার্জশিট দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিলোত্তমাকাণ্ডে তথ্য ও প্রমাণ লোপাটের অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হলেও সময়মতো তাঁদের বিরুদ্ধে চার্জশিট জমা না পড়ায় জামিন পেয়ে যান তাঁরা।
শনিবার ধৃত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। সোমবার সাজা ঘোষণা করবেন বলে জানান। যেসব ধারায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাতে কী সাজা হতে পারে শনিবার জানিয়েছিলেন বিচারক।
শনিবার কী বলেছিলেন বিচারক?
সঞ্জয় রাইকে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬ ও ১০৩(১) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। শনিবার বিচারক সঞ্জয়ের উদ্দেশে বলেন, “আপনি যেভাবে মেরেছেন, তাতে সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে, সর্বনিম্ন ১০ বছরের সাজা হতে পারে।”
বিচারক তাঁকে দোষী সাব্যস্ত করার পরই সঞ্জয় নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তিনি বলেন, “আমি তো গরিব। আমি এ কাজ করিনি। যারা করেছে তাদের ধরুন। মিডিয়াও বলেছে। পুলিশের দিকে তাকিয়ে আপনারাও বলেছেন। তাহলে কেন ধরছেন আমায়?”
বিচারক সঞ্জয়কে জানিয়েছেন, সোমবার সাজা ঘোষণার আগে তাঁর বক্তব্য শুনবেন। এদিন দুপুর সাড়ে ১২টায় সঞ্জয়ের বক্তব্য শোনার পর সাজা ঘোষণা করবেন বিচারক। কী সাজা হবে? তার প্রহর গোনা চলছে। তিলোত্তমার বাবা-মা শনিবার জানিয়েছিলেন, বিচারের প্রথম সিঁড়ি পেরোনো গিয়েছে। এদিন বিচারক কী সাজা ঘোষণা করেন, সেদিকে তাকিয়ে তাঁরাও।