Gangasagar Weather: মকরস্নানের আগেই কি আবহাওয়ার বড় কোনও পরিবর্তন? বিশেষ সতর্কতা দিলেন আবহাওয়াবিদরা

প্রীতম দে | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 08, 2024 | 1:47 PM

Gangasagar Weather: আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত রাজ্যের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। উত্তর হোক কিংবা দক্ষিণ, আপাতত রাজ্যের  কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাজ্যের সব জেলাতেই সকালের দিকে কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে।

Gangasagar Weather: মকরস্নানের আগেই কি আবহাওয়ার বড় কোনও পরিবর্তন? বিশেষ সতর্কতা দিলেন আবহাওয়াবিদরা
গঙ্গাসাগরে আক্রান্ত তিন সাধু
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: মেলার সময় গঙ্গাসাগরে ঘন কুয়াশার সতর্কবার্তা। ৫০০ মিটারের নীচে নেমে যেতে পারে দৃশ্যমানতা। তবে গঙ্গাসাগরে বৃষ্টির আশঙ্কা নেই। তেমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পৌষ সংক্রান্তিতে শুকনো আবহাওয়াই থাকবে। তবে গত কয়েক দিন ধরেই সকাল থেকে কুয়াশা থাকছে কলকাতা-সন্নিহিত এলাকাগুলিতে। সেভাবে ঠান্ড অনুভূতই হচ্ছে না।  আগামী ৫ দিনেও শীত ফেরার আশা নেই বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে।

৮-১৭ জানুয়ারির মধ্যে গঙ্গাসাগরে উত্তর- উত্তর পশ্চিম হাওয়ার দাপট থাকবে। ডিসেম্বরে তো সেভাবে অনুভূত হল না। অনেকেই মনে করেছিলেন, সংক্রান্তির সময়ে শীত পড়ে জাঁকিয়ে। সাধারণ তা তো হয়েই থাকে। জানুয়ারির প্রথম সপ্তাহও শেষ। কিন্তু এর মধ্যেও আবহাওয়াবিদরা তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা দেখছেন না।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত রাজ্যের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। উত্তর হোক কিংবা দক্ষিণ, আপাতত রাজ্যের  কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাজ্যের সব জেলাতেই সকালের দিকে কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে। গঙ্গাসাগরের সময়ে কুয়াশার দাপট আরও বাড়তে পারে। শেষ কিছুদিন ধরেই কলকাতা সহ উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল থেকেই থাকছে কুয়াশার দাপট। ফলে সকালে একটা শিরশিরে ব্যাপার থাকলেও, বেলা বাড়লে গরম বাড়ছে। আগামী কয়েকদিনেও পরিস্থিতি বিরাট বদলে যাওয়ার কোনও সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা।

ইতিমধ্যে গঙ্গাসাগরে মেলা ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ১৫, ১৬ মকরস্নান। তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথায় বলে, সংক্রান্তিতে

Next Article