Garden Reach: গার্ডেনরিচকাণ্ডে আরও একজনের মৃত্যু, এখনও অবধি মৃত ১২

Garden Reach: প্রথমে মৃতের সংখ্যা ২ শোনা গিয়েছিল। তারপর ক্রমেই বেড়েছে সংখ্যাটা। সোমবারই এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল আজহার মোল্লা বাগানের বাসিন্দা মরিয়ম বিবিকে। গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয় তাঁকে। আজ শনিবার হাসপাতালেই মারা যান তিনি।

Garden Reach: গার্ডেনরিচকাণ্ডে আরও একজনের মৃত্যু, এখনও অবধি মৃত ১২
গার্ডেনরিচ বিল্ডিং বিপর্যয়Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2024 | 10:47 PM

কলকাতা: গার্ডেনরিচকাণ্ডে আরও একজনের মৃত্যু হল। এই নিয়ে ১২ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। রবিবার মৃত্যু হয়েছে মরিয়ম বিবি (৮৫) নামে এক বৃদ্ধার। এখনও তিনজনের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। গত রবিবার গভীর রাতে গার্ডেনরিচের এক নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে। সোমবার বহুতলের ভগ্নস্তূপ থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রথমে মৃতের সংখ্যা ২ শোনা গিয়েছিল। তারপর ক্রমেই বেড়েছে সংখ্যাটা। সোমবারই এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল আজহার মোল্লা বাগানের বাসিন্দা মরিয়ম বিবিকে। গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয় তাঁকে। আজ শনিবার হাসপাতালেই মারা যান তিনি।

গার্ডেনরিচকাণ্ডকে সামনে রেখে বিভিন্ন মহলে প্রশাসন ও পুরনিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্নের মুখে পড়েছেন ওয়ার্ডের জনপ্রতিনিধির ভূমিকাও। বরো ১৫-এর প্রায় সব ইঞ্জিনয়রদের বদলির নির্দেশ দিয়েছে পুরনিগম। কলকাতা পুরনিগম এসওপি তৈরি করেছে। পুরবিল্ডিং আইনের সঙ্গে যুক্ত করা হচ্ছে কলকাতা পুলিশের ফৌজদারি আইনও। এছাড়া বহুতল বিপর্যয় নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে কলকাতা পুরনিগম। সাতদিনের মধ্যে রিপোর্ট জমা দেবে এই কমিটি।

কলকাতা পুরনিগমের যুগ্ম কমিশনারকে মাথায় রেখে কমিটিতে রাখা হয়েছে সিভিল বিভাগের ডিজি, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের চিফ ইঞ্জিনিয়ার, ঐতিহ্য এবং পরিবেশ বিভাগের ডিজি, কলকাতা পুলিশের একজন শীর্ষ কর্তা, বিএল আরও, কলকাতা পুর বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিককে।