কলকাতা: গার্ডেনরিচ বিল্ডিং বিপর্যয়ের ঘটনায় অস্বস্তিতে পুর প্রশাসন। কীভাবে বেআইনি নির্মাণ হচ্ছিল, কোথায় ছিল পুর প্রশাসনের নজরদারি, সে সব নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। আর এসবের মধ্যেই এবার কলকাতা পুরনিগমের অস্বস্তি আরও বাড়ালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিল্ডিং তৈরি নিয়ে কলকাতা পুরনিগমকে বিঁধতে এবার আরটিআই করলেন তিনি। মোট সাত দফা প্রশ্ন সেখানে তুলে ধরেছেন শুভেন্দু। ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৮ মার্চ পর্যন্ত কতগুলি বাড়ি তৈরির আবেদন জমা পড়েছে? ওই সময়ের মধ্যে কতগুলি বাড়ি তৈরির প্ল্যানে অনুমোদন দেওয়া হয়েছে, কতগুলি বাতিল করা হয়েছে? সেই সব বিষয়ে তথ্য জানতে চেয়েছেন শুভেন্দু।
গার্ডেনরিচের বিপর্যয়ের ঘটনার পর থেকেই আমজনতার মনে একটি আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। শহরের আরও কোথাও কি এমনভাবে গজিয়ে উঠছে বেআইনি কংক্রিটের পাহাড়? আবার কি কোথাও অপেক্ষা করছে মৃত্যুদূত? সেই সব প্রশ্ন যখন জাগতে শুরু করেছে শহরবাসীর মনে, তখন এই বিল্ডিং বিপর্যয়ের ঘটনায় শাসক শিবির তৃণমূলকে বিঁধতে কোনও খামতি রাখছে না বিরোধীরা। পুরনিগমের থেকে বিল্ডিংয়ের অনুমোদন সংক্রান্ত ওই আরটিআই-তে শুভেন্দু জানতে চেয়েছেন, ২০১০ সাল থেকে ২০২৪ সালের ১৮ মার্চের মধ্য়ে কী কী কারণের ভিত্তিতে বাড়ি তৈরির আবেদন বাতিল হয়েছে? কতগুলি বাড়ির জন্য কমপ্লিশন সার্টিফিকেট দেওয়া হয়েছে?
একইসঙ্গে তিনি এও জানতে চেয়েছেন যে ওই পর্বে কলকাতা পুরনিগম এলাকায় কতগুলি বাড়িকে বেআইনি বলে চিহ্নিত করা হয়েছে এলং কতগুলি বেআইনিভাবে নির্মিতকে ভাঙা হয়েছে? পাশাপাশি ২০২৪ সালের ১৮ মার্চ পর্যন্ত কতগুলি বেআইনি নির্মাণ ভাঙা বাকি রয়েছে, সেই তথ্যও জানতে চেয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা।