কলকাতা: সকালে যখন রোজ দুধ দিতে আসেন, বাড়ির গৃহকর্ত্রী দরজা খুলে দেন। আর তিনিই দেখেন গৃহকর্তা সংবাদপত্র পড়ছেন। রোজ দু-চারটে কথাও হয়। কিন্তু বুধবার সকালে তিনি যখন দুধ দিতে এসেছিলেন, দরজা বন্ধ ছিল। বয়স্ক দম্পতিকে এমনিতে কোথাও কখনও যেতে দেখেননি দুধওয়ালা। তাই সন্দেহ হয়েছিল। আবাসনের অন্যান্য বাসিন্দাদের কাছে খোঁজখবরও করেন। তাঁরাও কোনও উত্তর দিতে পারেননি। ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ফলে সন্দেহ আরও গাঢ় হয়েছিল। তাঁরাই থানায় খবর দেন। পুলিশ আসতেই রহস্যের উন্মোচন। ফ্ল্যাট থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ। বুধবার সকালে 87/ 25 A গড়ফায় দম্পতির দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃত স্বামীর নাম সুধন্য প্রামাণিক (৬৫) ও স্ত্রী সবিতা প্রামাণিক (৬০)। ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ একটি সুইসাইট নোট উদ্ধার করেছে। তাতে বাড়ির চাবি কোথায় রয়েছে, কোথায় কোন জিনিস রয়েছে, সে পুরো ডিটেইলে লেখা রয়েছে।
জানা গিয়েছে, ওই পরিবারটি এলাকায় আট-ন’মাস আগে ভাড়া এসেছিল। সেভাবে এলাকার বাসিন্দাদের সঙ্গে পরিচিত হয়ে উঠতে পারেননি তাঁরা। বাড়ির সকলে ঘুরতে গিয়েছিলেন। সকালে যিনি বাড়িতে দুধ দিতে আসতেন, তাঁর সঙ্গে বেশ ভাল কথাবার্তা বলতেন গৃহকর্ত্রী। তিনি এদিন দুধ দিতে এসে দেখেন, দরজা ভিতর থেকে বন্ধ। বারবার বেল বাজালেও কেউ সাড়া দেননি। তিনি প্রতিবেশীদের জানান। তারপর খবর দেওয়া হয় পুলিশে।
কেন তাঁরা আত্মহত্যা করলেন, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের বাকি সদস্যদের খবর দেওয়া হয়েছে।