সারমেয়দের খাওয়াতে গিয়ে শ্লীলতাহানি, গোলপার্কের আইনজীবীর অভিযোগ ঘিরে হইচই

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 18, 2021 | 7:21 PM

Gariahat: যদিও অভিযুক্তের ছেলের দাবি, অভিযোগকারী টাকা ধার চেয়েছিলেন। তা না দেওয়ায় ফাঁসানোর চেষ্টা করছেন তাঁর বাবাকে।

সারমেয়দের খাওয়াতে গিয়ে শ্লীলতাহানি, গোলপার্কের আইনজীবীর অভিযোগ ঘিরে হইচই
নিজস্ব চিত্র।

Follow Us

কলকাতা: রাস্তায় সারমেয়দের খাওয়াতে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ তুললেন এক মহিলা। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এলাকারই এক ব্যক্তি তাঁর সঙ্গে অভব্য আচরণ করছিলেন। থানায় অভিযোগও জানান। তার পরেই এই ঘটনা। যদিও অভিযুক্তের ছেলের দাবি, অভিযোগকারী টাকা ধার চেয়েছিলেন। তা না দেওয়ায় ফাঁসানোর চেষ্টা করছেন তাঁর বাবাকে। গোলপার্কের এই ঘটনা ঘিরে সরগরম এলাকা।

পেশায় আইনজীবী ওই মহিলার অভিযোগ, এলাকারই এক ব্যক্তি মাঝে মধ্যেই তাঁকে রাস্তায় একা দেখলে কটূক্তি করেন। এমনকী তাঁকে সহবাসের প্রস্তাবও দেন বলে অভিযোগ। ওই মহিলা জানান, দীর্ঘদিন ধরে এমনটা চলছিল। সম্প্রতি বিরক্ত হয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন। গত ১১ জুলাই গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারীর কথায়, “লোকটা গত বছর মে জুন মাস থেকে আমাকে মৌখিক ভাবে যৌন হেনস্তা করছিলেন। আমি রাত সাড়ে ৯টা ১০টা নাগাদ পাড়ায় সারমেয়দের খাওয়াতে যাই। উনিও সেখানে চলে যান। উনি আমাকে ছোটবেলা থেকেই দেখছেন। সকলের সামনে একরকম ব্যবহার করেন। আবার আমি কুকুর খাইয়ে ফেরার পথে উনিও আমার সঙ্গে সঙ্গে আসেন। সেখানেই আমার সঙ্গে নোংরা কথা বলেন। কুপ্রস্তাব দেন। বার বার কড়া ভাষায় বলেও লাভ হয়নি। এরপরই থানায় জানাই।”

অন্যদিকে অভিযুক্তের ছেলের দাবি, “আমার বাবাকে ফাঁসাতে চেয়ে যে উনি এসব বলেছেন, তা এলাকার সকলেই বলবে। ওই মহিলা সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাইছি না। কারণ আমি কোনও মহিলাকে অপমান করতে চাই না। উনি গত রবিবার পারিবারিক সমস্যার জন্য আমার বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা চেয়েছিলেন। মা, আমার সামনেই এটা হয়। আমরা লেবার কনট্রাক্টরের কাজ করি। এখন লকডাউন। তাই বাবা সেই টাকা দিতে পারেনি। ওনাকে আমি দিদি ডাকি। ওনার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথাও হয়। আমরা বুঝতেই পারছি না উনি কেন এ কথা বললেন।” আরও পড়ুন: উচ্চ প্রাথমিকের নিয়োগে বড় ঘোষণা! ইন্টারভিউয়ের দিনক্ষণ, স্থান জানাল কমিশন

Next Article