Durga Puja Weather: দুর্যোগে ভাঙল মণ্ডপের গেট, নবমীর রাতেই মাঝ সমুদ্র থেকে ফিরে আসছেন মৎস্যজীবীরা

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 23, 2023 | 7:43 PM

Durga Puja Weather: বৃষ্টি সঙ্গে চলা ঝোড়ো হাওয়ার দাপটে ভেঙে পড়ে গেটটি। তাতেই বেশ কিছুক্ষণের জন্য ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও পুলিশি উদ্য়োগে ঘণ্টা খানেকের মধ্য়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন গেটটি তৈরিতে খরচ হয়েছিল প্রায় ১ লক্ষ টাকা।

Durga Puja Weather: দুর্যোগে ভাঙল মণ্ডপের গেট, নবমীর রাতেই মাঝ সমুদ্র থেকে ফিরে আসছেন মৎস্যজীবীরা
ঝড়ের তোড়ে ভাঙল গেট
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: বাংলাদেশের উপকূলে বড় দুর্যোগের আশঙ্কার কথা শুনিয়ছে হাওয়া অফিস। এদিকে নবমী থেকেই নিম্নচাপের ছাপ পড়তে শুরু করেছে এপার বাংলাতেও। নবমীর দুপুর থেকে নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে উপকূলবর্তী এলাকাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ সহ সুন্দরবনের সমস্ত উপকূলবর্তী শুরু হয় বৃষ্টি। সকালে রোদঝলমলে আকাশের দেখা মিললেও বেলা যত গড়িয়েছে ততই হয়ে যায় মুখ ভার। কালো মেঘে ঢেকে যায় আকাশ। আর তাতেই চিন্তা বেড়েছে পুজো উদ্যোক্তাদের। নবমীর দুপুরে ঝড় বৃষ্টির দাপটে ভেঙে পড়েছে হাওড়ার আন্দুলের একটি পুজো মণ্ডপের আলোর গেট। এদিন দুপুরে ঘটনাটি ঘটে আন্দুলের দুইলায় মেঘদূত সংঘের পুজোয়। ওই পুজো কমিটির পক্ষ থেকে আন্দুল রোডের ওপর একটি আলোর মালা দিয়ে সাজানো গেট তৈরি করা হয়। কিন্তু, দুপুরের ঝোড়ো হাওয়াতেই সব শেষ। 

বৃষ্টি সঙ্গে চলা ঝোড়ো হাওয়ার দাপটে ভেঙে পড়ে গেটটি। তাতেই বেশ কিছুক্ষণের জন্য ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও পুলিশি উদ্য়োগে ঘণ্টা খানেকের মধ্য়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন গেটটি তৈরিতে খরচ হয়েছিল প্রায় ১ লক্ষ টাকা। কিন্তু, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ায় খুশির আবহেও শোকের ছায়া এলাকার বাসিন্দাদের মনে।

অন্যদিকে দুর্যোগময় আবহাওয়ার জন্য আগামী কয়েকদিন সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দপ্তর। আগাম সতর্কবার্তা বার্তা দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। তারপরেই নড়েচড়ে বসেছে মৎস্যজীবীদের সংগঠনগুলি। এদিন গভীর সমুদ্রে মাছ ধরতে থাকা সমস্ত ট্রলারকে রাতের মধ্যে ডাঙায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে মৌসব ভবন বলছে, নবমীর রাতে দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দশমীতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। উত্তরবঙ্গের সব জায়গাতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। 

 

Next Article